সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে কয়েক শতাধিক গরীব ও অসহায় লোকজনের মাঝে ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল হক চৌধুরী আলালের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে চাম্বল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন প্রধান সমন্বয়ক আলহাজ্ব আশেক এলাহী সোহেল। এ সময় উপস্থিত ছিলেন চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুল হক চৌধুরী, ডা. নুরুল আমিন চৌধুরী, মেম্বার ছৈয়দ নুর, মেম্বার বাবুল, ব্যবসায়ী সাইদ মুরাদ চৌধুরী প্রমুখ।
এ ব্যাপারে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর প্রধান সমন্বয়ক আলহাজ্ব আশেক এলাহী সোহেল বলেন, ‘করোনা সংকট মোকাবেলায় বাঁশখালীর কৃত্বি সন্তান ইউনিয়ন ব্যাংকের এমডি মোকাম্মেল হক চৌধুরীর পক্ষ থেকে ইতিমধ্যে বাঁশখালীর বিভিন্ন এলাকায় গরীব ও অসহায় লোকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চাম্বল ইউনিয়নেও গরীব অসহায় লোকজনের মাঝে এই খাদ্য বিতরণ করা হয়েছে।’
একুশে মিডিয়া/এসএ
No comments:
Post a Comment