নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday, 22 July 2020

নরসিংদীতে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আল আমিন মুন্সী: 
করোনাভাইরাস এই মহামারীর মধ্যে ও থেমে নেই মাদক কারবারিরা নৃত্য নতুন পথ বের করে তাদের মাদকদ্রব্য বিক্রি করে যাচ্ছেন। মঙ্গলবার ২১ জুলাই জেলা ডিবি পুলিশের একটি দল শিবপুর মডেল থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। জাঙ্গালিয়া এলাকার সিরাজ মিয়ার ছেলে, মোঃ ইলিয়াস (৩৫) কামারটেক এলাকার মফিজ উদ্দিন এর ছেলে, মহসিন (৩০) চৈতন্য এলাকার আমিনুল ইসলাম এর ছেলে, মনির হোসেন (২৮) কামারটেক এলাকার শাহজান মিয়া এর ছেলে, জুয়েল রানা (৩০) এই চার চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। আর এই অভিযানে যারা ছিলেন। ডিবি পুলিশের এসআই তাপস কান্তি রায়, এসআই নূরে আলম হোসাইন, এ এসআই আনোয়ার হোসেন, এ এসআই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় ফোর্স। এ বিষয় জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়। এই চার মাদক ব্যবসায়ী খুব ভয়ানক তারা জেলার সকল উপজেলায় মাদক বিক্রি করে আসছিল, আসামীদের কাছ থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৩৪,৫০০ টাকা গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।
 
একুশে মিডিয়া/এসএ  

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages