সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে এক শ্রমিক নিখোঁজ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 20 July 2020

সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে এক শ্রমিক নিখোঁজ


সুনামগঞ্জ প্রতিনিধি: 
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ভবানীপুর গ্রামে ইট বোঝাই নৌকার মালামাল আনলোড করে বাড়ি ফেরার পথে গ্রামের খালের মধ্যে বিদ্যুৎ এর তারে জড়িয়ে এক শ্রমিক পানিতে পড়ে নিখোঁজ হয়েছে। তার নাম মোঃ আলী হোসেন(১৭)। সে পার্শ্ববর্তী দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রামের মোঃ গৌছ মিয়ার ছেলে। সোমবার বিকেল সাড়ে ৫টায় এ হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে খালের মধ্যে তল্লাশী পরিচালনা করছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এই ইট বোঝাই নৌকাটি দিরাই থেকে ইট বোঝাই করে জগন্নাথপুর পৌর শহরের ভবানীপুর গ্রামে এসে আনলোড করে। এই বলগেট নৌকাটিতে ৫ জন শ্রমিক ছিলেন। তারা ঐ খাল দিয়ে বাড়িতে যাওয়ার পথে বিদ্যুৎ লাইনের তার নৌকার সঙ্গে জড়িয়ে পড়লে এই ৫জন শ্রমিক পানিতে ঝাপ দিয়ে পড়ে ৪জন সাতাঁর কেটে তীরে উঠতে সক্ষম হলেও ঐ নিখোঁজ শ্রমিকটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানির গভীরে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। 
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোঃ ইখয়িার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
একুশে মিডিয়া/এসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages