সুনামগঞ্জের ছাতকে নৌকা ডুবে এক যুবকের মৃত্যু - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 3 August 2020

সুনামগঞ্জের ছাতকে নৌকা ডুবে এক যুবকের মৃত্যু

একুশে মিডিয়া, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে সাদার হাওরে নৌকা ডুবে আকাশ (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউপির যুগির গ্রামের মুজিবুর রহমানের ছেলে।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলার সাদার হাওরে বন্ধুদের সাথে ঘুড়তে গিয়ে নৌকা ডুবে সাঁতার না জানায় মারা যায় আকাশ, আকাশের বাকি চার বন্ধু সাঁতার কেটে হাওড়ের পাড়ে উঠে আসে।
জাউয়াবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাজ্জাদুর রহমান বলেন, সোমবার (৩ আগস্ট) সকালে আকাশ ও তার বন্ধুরা মিলে নৌকাযোগে হাওরে ঘুড়তে যান। হাওরে ঘুড়ার সময় তাদের নৌকাটি ডুবে গেলে আকাশ নিখোঁজ হয়। আর তার চার বন্ধু সাঁতার কেটে পাড়ে উঠে আসে। প্রায় ১ ঘণ্টা পর আকাশের মরদেহ পানিতে ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে। আকাশ এবং তার পরিবার বর্তমানে সিলেট নগরীর রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার গুয়াবাড়ি, জাহাঙ্গীর নগর এলাকায় বসবাস করতেন।
 
 
 
 
 
 
একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages