বাঁশখালীতে ৩ জনের আকস্মিক মৃত্যু! - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 18 August 2020

বাঁশখালীতে ৩ জনের আকস্মিক মৃত্যু!

সৈকত আচার্য্য, বিশেষ প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি, চাম্বল ও শেখেরখীল ইউনিয়নে আকস্মিক ভাবে মৃত্যু ঘটেছে ৩ জনের। জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজারের দোকান কর্মচারী নুরুল আলম (১১)  হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত বাঁশখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মোহাম্মদ লোকমানের পুত্র। 
একইদিন রাতে চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামে একইভাবে বুকে ব্যাথা লাগার কথা বলে মাটিতে লুটিয়ে পড়ে উজ্জ্বল তালুকদার (৪২)। তাকে দ্রুত বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম মৃত ঘোষণা করেন। তিনি পূর্ব চাম্বল গ্রামের সোনা তালুকদারের পুত্র। 
অপরদিকে একইদিন দুপুরে শেখেরখীল ইউনিয়নের আবদুস শুক্কুরের স্ত্রী ছেনোয়ারা বেগম (৬০) বাড়ীতে মাথা ঘুরে পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
হাসপাতালের নিয়ে আসার পূর্বেই তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক। 

একুশে মিডিয়া/এসএ 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages