মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার এই স্লোগান কে সামনে রেখে পুলিশী সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চৌদ্দগ্রাম থানা পুলিশের আয়োজনে উপজেলার কালিকাপুর ইউনিয়নে বীট পুলিশিং কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।১৫ই অক্টোবর বৃহস্পতিবার কালিকাপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত বীট পুলিশিং কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের সার্কেল মোঃসাইফুল ইসলাম।চৌদ্দগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাহফুজ এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন কালিকাপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার,চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই রোকন উদ্দিন,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী উপ কমিটির সাবেক সহ সম্পাদক সেলিম আহমেদ শামস,উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহারিয়া মজুমদার জুয়েল,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ মেম্বার। উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওলানা আব্দুর রাজ্জাক, ছুফুয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শহিদুল্লাহ,কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য মোশারফ হোসেন লিটন, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মালেক, সহ-সভাপতি জামাল আহমেদ, স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন তনু, ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ ইউনিয়ন আওয়ামী অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন আলেম উলামায়ে কেরাম।এসময় ইউনিয়ন পরিষদের এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কালিকাপুর ইউনিয়নের সকল মসজিদে করোনা সংক্রমণ প্রতিরোধে সাবান ব্লিসিং পাউডার, সার্জিক্যাল মাস্ক বিতরণ করা হয়।অনুষ্ঠানের শেষ প্রান্তে স্থানীয় সংসদ সদস্য সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপি ও তার পরিবারের জন্য দোয়ার মুনাজাত পরিচালনা করা হয়।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment