কুতুবদিয়ায় ছৈয়দুল হুদা সিদ্দিকী ফাউন্ডেশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার
(২১ অক্টোবর ) বিকেলে উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের বায়ুবিদ্যুত এলাকায়
সমুদ্র সৈকতে এ খেলার উদ্বোধন করেন আলী আকবর ডেইল ইউনিয়নের সম্ভব্য
চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর সিদ্দিকী। উদ্বোধনী খেলায়
কৈয়ারবিলের সবুজ বাংলা একতা সংঘকে ২-০ গোলে হারিয়ে আলী আকবর ডেইল ইউনিয়নের
শান্তিবাজার ফুটবল একাদশ বিজয়ী হয়। দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে
মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
খেলার
প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। এ টুর্নামেন্টে উপজেলার ৮টি
দল অংশ নিবে। উদ্বোধনী খেলায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের
সভাপতি সিরাজুল ইসলাম লেদু, সাধারণ সম্পাদক মাহামুদুর করিম, উপজেলার
বাস্তহারা লীগের সভাপতি মনির মাতবর, মাষ্টার তৌহিদুল ইসলাম কাজল, আক্তার
হোছাইন, ইখতিয়ার উদ্দিন বাবুল, হারুন এমইউপি, মোশাররফ হোসেন, আতাউর রহমান,
মিরাজ আলম, মোজাহিদ সিকদার, মহি উদ্দিন ছাদেক, বাদশাসহ প্রমুখ।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment