একুশে মিডিয়া,
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে নগরীর ময়লা আবর্জনা পরিস্কারে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড ১০০ টি তিন চাকা বিশিষ্ট ভ্যান দিয়েছে। রোববার (৩১ জানুয়ারী) সকালে চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লাস্থ পুরনো নগর ভবন চত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজনের হাতে ভ্যানগাড়িগুলো হস্তান্তর করা হয়।
এসময় কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, চসিকের নির্বাহী প্রকৌশলী মীর্জা ফজলুল কাদের, ভ্যান গাড়ি গুলোর পরিবেশক এম বখতেয়ার উদ্দীন চৌধুরী (করিম) উপস্থিত ছিলেন।
এসময় প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে কর্পোরেশনের সেবকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ্।ে কর্পোরেশনের সকল নাগরিকসেবা নির্বিঘœ রাখতে নগরবাসীরাও সহযোগিতা প্রয়োজন। পৌরকর হাল নাগাদ পরিশোধের পাশাপাশি বড় ব্যাংক-বীমা, ব্যবসা প্রতিষ্ঠানগুলো নগরীকে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব রাখতে কর্পোরেশনকে সহযেগিতায় এগিয়ে এলে নগরবাসী উপকৃত হবে।
তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আবর্জনা পরিস্কারে ভ্যানগাড়ি প্রদানের মাধ্যমে যে সহযোগীতা করেছে তা প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন। প্রশাসক এ ধরনের নগর সেবামূলক কাজে বড় শিল্পগ্রুপ ও অন্যান্য ব্যাংক-বীমাকে এগিয়ে আসার আহ্বান জানান।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment