সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে হাজী শাহ্ আলম সরকার নামের এক অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যকে মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় বেলকুচি থানায় আহত ঐ নৌবাহিনীর সদস্যের স্ত্রী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছে।
মামলা সূত্রে জানাযায়, আহত হাজী শাহ্ আলম সরকার (৫৫) দীর্ঘ দিন ধরে ইট, বালু, সিমেন্টে ব্যবসায় করেন। কয়েকদিন আগে চন্দনগাঁতি পাকার মাথায় জুয়েল সরকারের বাড়ির সামনে বালু নামামোকে কেন্দ্র করে গাড়ামাসী পুরাতন পাড়া গ্রামের নুরনবীর ছেলে ইমরানে সাথে তার বাক বিতর্ক হয়। এ বিষয়টি স্থানীয় কাউন্সিলকে পারিবারিক ভাবে জানানো হয়।
কাউন্সিল বিষয়টি মিমাংসা দায়িত্ব নিলেও কাউন্সিলকে উপেক্ষা করে গতকাল (বুধবার) রাতে মেয়ের বিবাহের খরচ বাবদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে সিরাজগঞ্জ থেকে বাড়িতে ফেরার পথে চন্দনগাঁতি পৌছালে আসামীরা হাজী শাহ আলম সরকারকে ঘিরে ধরে দেশী অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারপিট করে যখম করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
পরে তার চিৎকার চেচামেচি শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এবিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রতিবেদককে জানান, অবসরপ্রাপ্ত নৌবাহিনীর সদস্যকে মারপিটের ঘটনায় আহতের স্ত্রী বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। মামলার স্বার্থে আসামীদের নাম প্রকাশ করছি না । তবে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment