মহেশপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা ৬ জনকে আসামী করে থানায় অভিযোগ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday 14 March 2021

মহেশপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার চেষ্টা ৬ জনকে আসামী করে থানায় অভিযোগ

একুশে মিডিয়া, ঝিনাইদহ প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জের ধরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন পরিষদের সদস্য শ্রী প্রহল্লাদ হালদার (৬০) কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসী আহত প্রহল্লাদ হালদারকে দ্রত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে নেপা ইউনিয়নের সলেমানপুর গ্রামের রাস্তায় ঘটনা ঘটে

ঘটনায় জনকে আসামি করে আহত প্রহল্লাদ হালদারের ছেলে লক্ষণ হালদার বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। 

এলাকাবাসী থানা সুত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ইউপি সদস্য প্রহল্লাদ হালদার শনিবার সকালে বাড়ি থেকে মোটর সাইকেল যোগে নেপা বাজারে আসার সময় শাকিলা খাতুন, রুমানা খাতুন, খুকু খাতুন, রোকেয়া খাতুন, কলু বিশ্বাস জাহাঙ্গীর বিশ্বাস তার পথ রোধ করে এলোপাতাড়ী দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে এলাকাবাসী আহত ইউপি সদস্য প্রহল্লাদ হালদার কে উদ্ধার করে মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে

আহত পহল্লাদ হালদার জানান, তারা ইতোপূর্বে আমাকে কয়েকবার মেরে ফেলতে চেয়েছিলো। গত কয়েকদিন আগেও সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার পথে আমাকে হত্যার চেষ্টা করে

এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনায় একটি লিখিত অভিযোগটি পেয়েছি। তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে

 

 

একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages