৪ দিনে ৩ খুন, বাঁশখালীতে সাবেক ইউপি সদস্যকে দুই পা কেটে খুন করছে সন্ত্রাসীরা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 20 March 2021

৪ দিনে ৩ খুন, বাঁশখালীতে সাবেক ইউপি সদস্যকে দুই পা কেটে খুন করছে সন্ত্রাসীরা

ছৈয়দুল আলম, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি গ্রামের উত্তর পাড়ায় আবুল বশর তালুকদার (৪৮) নামের এক বিএনপি নেতা সাবেক ইউপি সদস্যকে দুই পা কেটে নিয়ে খুন করেছে সন্ত্রাসীরা পৈশাচিক হত্যাকান্ডের পর সন্ত্রাসীরা উল্লাস করতে করতে কাটা এক পা নিয়ে গেছে

স্থানীয়রা জানান, উশৃংখল যুবকদের মাদক ব্যবসায় বাধা দিতে গিয়ে গত শুক্রবার ( ১৯ মার্চ) রাত ১টায় পূর্ব শত্রুতার জের হিসেবে পৈশাচিক হত্যাকান্ডটি ঘটেছে গতকাল দুপুর ১২ টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রসিদুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ওই হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মোজাঙ্গীর, মো. সাদু রশিদ, আব্দুল জব্বার নামের জনকে গ্রেপ্তার করেছে

অপরদিকে আবুল বশরের খুনের ঘটনায় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে স্ত্রী, পুত্র কন্যাদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠেছে জানা গেছে, হত্যাকান্ডের শিকার আবুল বশর তালুকদার ৯নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি এবং সাবেক ইউপি সদস্য ছিলেন

তিনি স্থানীয় আব্দুস সালাম তালুকদারের পুত্র তার ছেলে মেয়ে রয়েছে বড় ছেলে ওমানে থাকেন বিবাহযোগ্য মেয়ের বিবাহের কথাবার্তাও চলছিল

উল্লেখ, গত দিনে বাঁশখালীতে সন্ত্রাসীরা নৃশংসভাবে জনকে খুন করেছে প্রকৃত সন্ত্রাসীদের কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি গত ১৬ মার্চ রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে লাখ টাকা লুটের পর সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে চাম্বলের ব্যবসায়ী নুরুল ইসলাম (৪০) কে খুন করেছে, গত ১৮ মার্চ রাতে পুকুরিয়ায় ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি সাবের আহমদ (৪৮) কে জায়গার বিরোধের রেষ ধরে দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেললে প্রচুর রক্তক্ষরণে খুন হন

সর্বশেষ গত ১৯ মার্চ বিএনপি নেতা সাবেক ইউপি সদস্য আবুল বশর তালুকদারকেও দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে খুন করা হয়েছে

স্থানীয় প্রত্যক্ষদশীরা জানান, বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পূর্ব চাপাছড়ি গ্রামের উত্তর পাড়ার রাস্তায় মাথায় বেশ কয়েকটি দোকান সিএনজি অটোরিক্সার গ্যারেজ রয়েছে গ্যারেজের মালিক আব্দুল জব্বার ওই গ্যারেজের ভিতর প্রতিদিন জুয়াখেলার আড্ডা বসাতেন এবং অবাধে মাদক বেচাকেনা হত ওইখানে এক নারীও ওই মাদক ব্যবসায় জড়িত প্রতিদিন জুয়াখেলা শেষে বাক বিতন্ডা হয় /৫দিন আগে স্থানীয় কিছু যুবক মাদক বেচাকেনা নিয়ে উশৃংখল পরিস্থিতি সৃষ্টি করলে আবুল বশর তালুকদার এবং মো. সাদু রশিদের সাথে বাক বিতন্ডা হয় ওই সময় আবুল বশরকে দেখে নেয়ার হুমকিও দেন স্থানীয় কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী

সরেজমিন গেলে গ্যারেজের মালিক আব্দুল জব্বার পুলিশের হাতে গ্রেপ্তার হবার আগে বলেন, ‘ শুক্রবার রাত সাড়ে ১২ টা পর্যন্ত তার গ্যারেজে তাস খেলা খেলেন আবুল বশর তালুকদার, জমির, শাহজাহান রুবেল ওই সময় বাইরে ওৎ পেতে বসে থাকা লাসু বার বার উঁকি দিচ্ছিল তাস খেলা শেষে আবুল বশর বাড়ি যাবার সময় বাড়ির পাশে কবরস্থানে পৌঁছলে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা আবুল বশরের দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এমনকি কাটা এক পা নিয়েও যায়

আবুল বশরের আহত অবস্থার গোঙানির খবর পেয়ে স্থানীয় আরেক ইউপি সদস্য করিম আবুল বশরের কন্যা শাবনাজ তাকে উদ্ধার করে এর কিছুক্ষণ পর আবুল বশর প্রচুর রক্তক্ষরণের কারণে মারা যান আবুল বশরের স্ত্রী খালেদা বেগম মেয়ে শাবনাজের সাথে কথা বলে জানা গেছে,‘ স্থানীয় মাদক ব্যবসায়ীদের মাদক ব্যবসায় বাধা দিতে গিয়ে খুন হয়েছেন আবুল বশর তালুকদার

তিনি মারা যাবার আগে তার বড় কন্যা শাবনুরকে সব খুনিদের নাম বলে গেছেন শাবনুর তার বাবার লাশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত কাজে পুলিশের সাথে গেছেন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. হুমায়ুন কবির বলেন, ‘আবুল বশর কেন খুন হয়েছেন তা রহস্য বের করার তদন্ত চলছে পুলিশ সার্বক্ষণিক মাঠে আছে জুয়া খেলায় সম্পৃক্ত জনকে গ্রেপ্তার করা হয়েছে কেটে নেয়া পা উদ্ধারের চেষ্টা চলছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে খুনিদের কেউ রেহায় পাবে না

 

 

 একুশে মিডিয়া/এমএসএ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages