সবুজ সরকার, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে করোনার কারণে শিক্ষার্থীদের ১০ হাজার করে টাকা ফোনে দেওয়া হবে এমন গুজব ছরিয়ে পরেছে চারদিকে । এমন গুজবে কান দিয়ে উপজেলার প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভিড় জমাচ্ছে বিভিন্ন ফটোকপির দোকান সহ অনলাইনে সেবা দান করে থাকে এমন সকল প্রতিষ্ঠানে । প্রতিটি আবেদনে বিপরীতে শিক্ষার্থীদের অনলাইনে সেবা প্রদানকরী প্রতিষ্ঠানকে দিতে হচ্ছে ১শ থেকে দেড়শ টাকা। যার কারণে খোয়া যাচ্ছে লাখ লাখ টাকা।
একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা প্রতিবেদককে জানায়, করোনাকালে শিক্ষা বন্ধ রয়েছে। সে হিসাবে আমরা শুনেছি সরকার থেকে প্রতিটি স্কুল, কলেজে পড়ুয়া ছাত্র - ছাত্রীদের ১০ হাজার টাকা করে বিশেষ প্রনোদনা দেওয়া হবে। তাই আমরা বাবা-মায়ের পরিচয় পত্র, বিদ্যালয়ের কর্তৃক প্রসংসা পত্র নিয়ে ঝুকছি অনলাইনে সেবা দানকারী প্রতিষ্ঠানের নিকট। আর সেই টাকার পাওয়ার আশাতেই আমরা সকলেই আবেদন করছি।
এমন ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক শিক্ষক বলেন, চলতি বছরে শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশেষ অনুদানের জন্য আবেদন চাওয়া হয়েছে। যে সব শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী দুরারোগ্য ব্যাধি ও দৈব দুর্ঘটনার শিকার তারাই এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন। চিঠিতে উল্লেখ করা হয় দুস্থ, প্রতিবন্ধী, গরিব ও অনগ্রসর ছাত্র-ছাত্রীরা অগ্রাধিকার পাবেন। এই আবেদনের শেষ সময় ১৫ মার্চ। তবে এটি করোনা প্রণোদনা বা স্টুডেন্ট ভাতা না।
এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজার সাথে কথা বললে তিনি বলেন, শিক্ষা মন্ত্রনালয়ের ওয়েব সাইটে কিছু আবেদন নিচ্ছে। তবে তা বিভিন্ন ক্যাটাগরির ভাগ করা রয়েছে। যদি সে সব ক্যাটাগরির মধ্যে পরে তাহলে আবেদন করতে পারবে। তবে কত টাকা দেবে তা এখনও বলতে পারছি না।
একুশে মিডিয়া/এমএসএ
No comments:
Post a Comment