বাঁশখালীতে লেবু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন নুর আয়েশা - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 16 April 2021

বাঁশখালীতে লেবু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন নুর আয়েশা

মোহাম্মদ ছৈয়দুল আলম: 

একুশে মিডিয়া-ফাইল ফটো

চট্টগ্রামের বাঁশখালীতে বাগান থেকে লেবু আনতে গিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন নূর আয়শা নামের এক বৃদ্ধ। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল  ৯টার দিকে বাঁশখালী পৌরসভাধীন জঙ্গল জলদী পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত মহিলা হলেন, বাঁশখালী পৌরসভাধীন জঙ্গল জলদী গ্রামের মো. ফেরদৌস আলীর স্ত্রী নূর আয়শা (৬০)

জানা যায়ন, নূর আয়শা অন্যান্য দিনের মতো বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বল্লাজিরি লেবু বাগানে বাজারে বিক্রির জন্য লেবু আনতে যায়। যাওয়ার পথে হাতির আক্রমণের শিকার হন তিনি। পরে আহত অবস্থায় তাকে দ্রুত বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী ইকোপার্ক রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।  বাঁশখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান চৌধুরী বলেন, ‘নিহত বৃদ্ধাকে দাফনের জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও তার পরিবারকে বন বিভাগ থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে।

 

 

১৬এপ্রিল ২০২১ ইং# মোহাম্মদ ছৈয়দুল আলম সম্পাদক প্রকাশক কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages