বাঁশখালী
(চট্টগ্রাম) প্রতিনিধি:
ভয়াবহ অগ্নিকান্ডে ১৯ বসতঘর ও এক শিশু পুড়ে ছাই হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম পুঁইছড়ি গ্রামের তেলিয়াকাটা পাড়ায় । রবিবার (২৩ মে) দিবাগতরাত ১টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।জানা যায়, অগ্নিকান্ডে আমান উল্লাহ’র মেয়ে সায়মা বেগম (৭) ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা গেছে এবং জয়নাল আবেদীন (৪৮) নামের এক বাক্ প্রতিবন্ধী গুরুতর আহত হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের র্বাণ ইউনিটে ভর্তি করা হয়েছে।ছবি: সংগৃহিত
নিহত সাইমা উপজেলার পূর্ব পুঁইছড়ি থেকে পশ্চিম পুঁইছড়ির তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। অগ্নিকান্ডের ঘটনায় প্রাথমিকভাবে ৪২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বাঁশখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোহাম্মদ আব্দুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ১৫ কিলোমিটার দূরে ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পৌঁছার আগেই সব বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডের কারণ জানা যায়নি।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী।
উপজেলা
নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী বলেন, নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা দেয়া হয়েছে, ক্ষতিগ্রস্থ ১৯ পরিবারের মাঝে নগদ ২ হাজার টাকা এবং চাল, ডালসহ বিবিধ খাদ্য সহায়তা দেয়া হয়েছে। পরে সরকারিভাবে আরও সহায়তা করা হবে।
রবিবার ২৩ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment