দুই হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় চুরি হওয়া নবজাতক - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday 10 May 2021

দুই হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় চুরি হওয়া নবজাতক

আল আমিন  মুন্সী :

ছবি: একুশে মিডিয়া
মাত্র দুই হাজার টাকার বিনিময়ে বিক্রি হয় নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া দিনের নবজতক সোমবার (১০ মে) দুপুরে নরসিংদী মডেল থানায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ রাসেল শেখ জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, রবিবার ( মে) সকালে সদর হাসপাতালের দুতলায় নানির কোল থেকে দিন বয়সী নবজাতক চুরি হয়

চুরির পরেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কাজ শুরু করে পুলিশ এরমধ্যে পুলিশের কাছে খবর আসে এক সিএনজি ওয়ালা নরসিংদী সদর হাসপাতালের গেইটের সামনে থেকে এক অজ্ঞাতনামা মহিলাকে ব্রাক্ষন্দি এলাকায় নামিয়ে দিয়ে আসে এরপর সিএনজি চালককে নিয়ে রাত টার দিকে মহিলার বাড়িতে অভিযান চালায় পুলিশ  সেখানে শিশুটিকে পায় লিপিকা নামে মাসের অন্তসত্ত্বা এক মহিলার কাছে মহিলার ভাষ্যমতে,  তার আগেও দুটি কন্যাসন্তান রয়েছে এবারের গর্ভের মেয়েটিও অন্তসত্ত্বা  তাই সমাজের মানুষের লজ্জার ভয়ে গত কয়েকদিন আগে অজ্ঞাতনামা মহিলার কাছে একটি পুত্র সন্তানের বিষয়ে আলোচনা করলে মহিলা তাকে একটি পুত্র সন্তান এনে দেয়ার বিষয়ে আশ্বাস দেন

সবশেষ, রবিবার দুপুরে লিপিকার বাসায় সদর হাসপাতালের চুরি হওয়া শিশু নিয়ে হাজির হয় অজ্ঞাতনামা মহিলা  তারপর হাজার টাকা বখশিসের বিনিময়ে বাচ্চাটি লিপিকার হাতে তুলে দেন তিনি তারপর বাসা থেকে চলে যায় অজ্ঞাতনামা মহিলাটি

নরসিংদী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)  মোহাম্মদ রাসেল শেখ  বলেন,  এই উদ্ধারকাজ অবশ্যই চ্যালেঞ্জিং ছিলো যার কাছ থেকে শিশুটি পাওয়া গেছে তিনি অন্তসত্ত্বা এবং যিনি চুরি করেছেন তাকে আমরা এখন পর্যন্ত খুজে পাইনি  অপরাধ এবং মানবিক এই দুই দিক বিবেচনায় এখন পর্যন্ত মহিলাটিকে গ্রেফতার করিনি  পুলিশ কাজ করছে, এটার সাথে আরও কোনো চক্রের যোগসাজস আছে কি না তা খতিয়ে দেখছে

 

 

 

রবিবার ১০মে ২০২১ ইং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages