এম এ হাসান, কুমিল্লা:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়ন এর কোমারডোগা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে দুই যুবকদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ ফেইসবুক ভাইরাল হওয়ার ঘটনায় মেহেদী হাসান নামের এক যুবক কে গ্রেপ্তার করেছে স্থানীয় চৌদ্দগ্রাম থানা পুলিশ।আটককৃত মেহেদী হাসান (২৩) সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের প্রবাসী মনির হোসেন এর পুত্র এবং সদ্য ঘটে যাওয়া এক ব্যবসায়ীকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি কুপিয়ে জখম করার ঘটনায় ৭ আসামি এর মধ্যে সেও একজন।জানা যায় যে ছবি: একুশে মিডিয়া
সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদী হাসান(২৫)এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩) নামের দুই যুবকের রামদা হাতে নাচের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাদের ভারতীয় একটি গানের তালে দেশীয় অস্ত্র হাতে নাচতে দেখা যায়।এতে করে দ্রুত ভিডিওটি সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এ নিয়ে ফেসবুকে ব্যাপক সমালোচনা ঝড় উঠে।
অনেকেই এ নিয়ে তীব্র ক্ষোভ ও নিন্দা ব্যক্ত করেন। মঙ্গলবার মধ্যরাতে চৌদ্দগ্রাম উপজেলার কোমারডোগা গ্রাম থেকে অস্ত্র হাতে নাচের ভিডিও ফেসবুকে আপলোডের জন্য অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
এই বিষয় টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, এসময় তিনি জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্র সহ নাচের ভিডিওটি যাচাই করে তাকে আটক করা হয়েছে। আটককৃত মেহেদী হাসান নামের ওই যুবক স্থানীয় মাদক ব্যবসার সাথে জড়িত।বাকী আসামী দের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার ২৫ মে ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া’র সংবাদ।
No comments:
Post a Comment