জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা হচ্ছে ২০ হাজার টাকা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 2 June 2021

জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা হচ্ছে ২০ হাজার টাকা

একুশে মিডিয়া, রিপোর্ট:

জুলাই থেকে মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা হাজার বাড়িয়েছে সরকার আগামী জুলাই থেকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মুক্তিযোদ্ধারা মাসিক ভাতা ২০ হাজার টাকা করে পাবেন। বর্তমানে মুক্তিযোদ্ধারা মাসিক ১২ হাজার টাকা করে পাচ্ছেন

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরের বাজেটে এজন্য বরাদ্দ রাখা হয়েছে হাজার ৭০৫ কোটি ১২ লাখ টাকা ২০২০২১ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ রাখা হয়েছিল হাজার ৮৫৬ কোটি টাকা ২০১৮-১৯ অর্থবছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ হাজার ৩০৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল সম্মানী ভাতার পাশাপাশি সাধারণ, শহীদ যুদ্ধাহত এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের কয়েক ধরনের ভাতা সম্মানী দেওয়া হবে

গত ১৫ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধাদের ব্যক্তিগত মোবাইল ফোন অ্যাকাউন্টে সরাসরি সম্মানী ভাতা পাঠানো কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার ঘোষণা দেন সে সময় তিনি বলেছিলেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করা বীর মুক্তিযোদ্ধারা তার সরকারের সময় অবহেলায় থাকতে পারেন না

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বর্তমানে লাখ ৯১ হাজার ৫৩২ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পান আর উৎসব ভাতা, মহান বিজয় দিবস ভাতা বাংলা নববর্ষ ভাতা পান লাখ হাজার ১১৭ জন সাধারণ বীর মুক্তিযোদ্ধা এছাড়া সম্মানী ভাতা পান ১১ হাজার ৯৯৮ জন শহীদ, যুদ্ধাহত অন্যান্য বীর মুক্তিযোদ্ধা মাসিক সম্মানী ভাতা পাওয়ার মধ্যে আরও রয়েছেন ৫৮৭ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা

 

 

বুধবার ২জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়া সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages