মাদকাসক্তের অতর্কিত হামলায় বাঁশখালীতে গুরুতর আহত সাংবাদিকের পিতা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 26 June 2021

মাদকাসক্তের অতর্কিত হামলায় বাঁশখালীতে গুরুতর আহত সাংবাদিকের পিতা

একুশে মিডিয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

ছবি: সংগৃহিত

চট্টগ্রামের বাঁশখালীতে নুরুল ইসলাম নামের এক মাদকাসক্ত ব্যক্তির হামলার শিকার হয়েছেন মোস্তাক আহমেদ (৫৮) নামের এক অসুস্থ বয়োবৃদ্ধ। আহত মোস্তাক আহমদ বাঁশখালী ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘বাঁশখালী এক্সপ্রেস’ এর সম্পাদক, সরকারের আইসিটি ডিভিশনের অধীনে প্রতিষ্ঠান দুর্বারের আসল চিনি ক্যাম্পেইনের জাতীয় পুরস্কার প্রাপ্ত শর্টফিল্ম নির্মাতা রহিম সৈকতের পিতা। বুধবার (২৩ জুন) বিকেল পাঁচটার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ডিগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোস্তাক আহমেদকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় হামলার শিকার মোস্তাক আহমেদের ছেলে রহিম সৈকত বাদী হয়ে নুরুল ইসলামকে প্রধান আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রত্যক্ষদর্শী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মোস্তাক আহমেদ বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হলে মাদকাসক্ত নুরুল ইসলাম ওরফে নুরু ডান দিক থেকে দা দিয়ে কোপ দেন। এতে মোস্তাক আহমেদের বুকের ডান পাশে গুরুতরভাবে জখম হয়।

হামলার শিকার মোস্তাক আহমেদ জানান, 'মাদকাসক্ত ও মাদককারবারী নুরু তার যুবক বয়স থেকে এলাকায় একজন নেশাখোর হিসাবে চিহ্নিত এর সত্যতা যাচাইয়ের জন্য এলাকার যেকোন মানুষকে জিজ্ঞেস করলেই হবে। সে রাতে দিনে মদ, ইয়াবা, গাজা, হিরোইন ইত্যাদি নেশা গ্রহন করে রাতে বিরাতে মাতলামি করে, যার তার গায়ে হাত তুলে আসছে। এবং দীর্ঘদিন এসব কাজ করে গেলেও কেউ তার প্রতিবাদ না করায় সে বেপরোয়া হয়ে উঠছে। সে বলে থানা হাজত এগুলো আমার ..... অশ্লীল শব্দ। এবং সাম্প্রতিক সময়ে মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার হলে তার মাদক বেচাকেনার ব্যবসা বন্ধ হয়ে যায়। ইনকামের পথ বন্ধ হয়ে যাওয়ায় সে চাঁদাবাজিতে নামে। কিছুদিন আগে গভীর রাতে আমার রিকশা চালক ভাতিজা নেছার আহমেদের চাঁদা চেয়ে না পেয়ে তাকে এলাকার বিভিন্ন জায়গায় মারধর করে, এবং তার মাকে স্থানীয় লোক দিয়ে ডেকে নিয়ে বলে তোর বাড়িঘর আমি দখল করে নিব। সেই রাতেই তার ঘরে ঘুমন্ত অবস্থায় হামলা করে। বাড়ির মুরব্বি হিসাবে এসবের প্রতিবাদ করা আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। আর এই প্রতিবাদ করায় সে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল।  সর্বশেষ তারই জের ধরে সে আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিয়ে আসছিল। আজ বাজারে যাবার পথে হত্যার উদ্দেশ্যে সে দা দিয়ে আমাকে কোপ দেয়। এতে আমার বুকের ডান পাশে গুরুতরভাবে জখম হয়েছে। আমি একজন ডায়াবেটিস ও হার্টের রোগী। এমন পরিস্থিতির শিকার কখনও হইনি। আমি বিচার চাই।'

অভিযুক্ত নুরুল ইসলাম ওরফে নুরু স্থানীয় মৃত আবু আহমদ সওদাগরের ছেলে। মাদকাসক্ত হিসাবে তিনি এলাকায় নানা অপরাধে জড়িয়ে পড়েন।  মানুষকে নানাভাবে হয়রানি করেন বলে স্থানীয়দের অভিযোগ। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মানুষকে মারধরসহ নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে বলে খোঁজ নিয়ে জানা গেছে।

মোস্তাক আহমদের ছেলে রহিম সৈকত এই প্রতিবেদক কে জানান, আমরা খুব অসহায় বোধ করছি। আমি একজন শিক্ষক মানুষ, আমার এক ভাই দেশের বাইরে, আরেক ভাই একটি এনজিওর ব্রাঞ্চ ম্যানেজার, আমিও আমার কর্মসূত্রে বেশিরভাগ সময় পাশের উপজেলায় অবস্থান করি। বাড়িতে পুরুষ বলতে আমার বয়োবৃদ্ধ পিতা। যাকে এলাকার মানুষ অত্যন্ত শ্রদ্ধা করে। চাকরি থেকে অবসর গ্রহন মাত্র দুইবছর হল গ্রামের বাড়িতে। এমন একজন সিনিয়র সিটিজেন কে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে পারে তা ছিল আমাদের কল্পনাতীত। এই লোক এলাকায় একজন নেশাখোর, মাদককারববারী হিসাবে পরিচিত। তার বিরুদ্ধে বাঁশখালী থানা ও কোর্টে একাধিক মামলা রয়েছে। সেদিন এক দরিদ্র হাস বিক্রেতার টাকা পয়সা কেড়ে নিয়েছে যার প্রেক্ষিতে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

সফিউল কবীরের নেতৃত্বে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয় পরে হাঁস বিক্রেতার ক্ষতিপূরণ আদায়পূর্বক মুচলেকা নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও তার ভাইবরাতের জিম্মায় ছেড়ে দেয়া হয়। কিন্তু সে নিজকে শোধরায় নি। এমন মানসিক ট্রমায় সত্যি অসহায় বোধ করছি। আমি আইনের আশ্রয় নিয়েছি, বাঁশখালী থানায় ২৪/০৬/২০২১ তারিখে রুজুকৃত মামলা নম্বর ৪৪ যারা তদন্ত কর্মকর্তা হিসাবে নিয়োজিত হয়েছেন এসআই রাশেদুজ্জামান। সেই সাথে আইন শৃঙ্খলাবাহীনি তাকে রিমান্ডে নিলে তার মাদক সাম্রাজ্যের সন্ধান পাবে, তার অস্ত্র উদ্ধার করতে সমর্থ হবে। অন্যথায় আমাদের জানমালের সমুহ ক্ষতির আশংকা করছি।

এবিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সফিউল কবির বলেন, মামলা রেকর্ড হয়েছে, আসামীও গ্রেপ্তার হয়েছে  প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া চলমান।

 

 

শনিবার ২৬ জুন ২০২১ ইং# প্রধান সম্পাদক শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ এবং সম্পাদক প্রকাশক মোহাম্মদ ছৈয়দুল আলম কর্তৃক প্রকাশিত একুশে মিডিয়ার সংবাদ

 

একুশে মিডিয়া.কম' প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages