মোহাম্মদ ছৈয়দুল আলম: বাঁশখালী আইন শৃঙ্খলা সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরী।
চট্টগ্রামের বাঁশখালী অফিসারস্ ক্লাব মিলনায়তনে মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় বাঁশখালী উপজেলা আইন শৃঙ্খলা ও মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, , বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন , উপজলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, ডা. শ্যামলী দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাধনপুর ইউপি মহিউদ্দিন চৌধুরী খোকা, কাথরিয়া ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান চৌধুরী,ছনুয়া ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান মো. বদরুদ্দীন, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কপিল উদ্দীন, বাঁশখালী প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, প্রদীপ গুহসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন জনপ্রতিনিধিবৃন্দ। আইন শৃঙ্খলা সভা শেষে বাঁশখালী উপজেলা সমন্বয় সভা ও অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী। সভায় বক্তারা বলেন বাঁশখালীর কোথাও ৫ জনের অধিক লোক জড়ো হয়ে সভা করার আগেই প্রশাসনের অনুমতি লাগবে। আরও বলেন বাঁশখালীর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নত করতে নিজের অবস্থান থেকে সবাইকে সৎ ও সচেতন হতে হবে। প্রধান সড়কের যানজট নিরসনে সবাইকে একসাথে কাজ করতে হবে।
No comments:
Post a Comment