সন্ধান দিন। ছেলেটি ২২ ডিসেম্বর বন্ধুর বিয়েতে যাবে বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 29 December 2021

সন্ধান দিন। ছেলেটি ২২ ডিসেম্বর বন্ধুর বিয়েতে যাবে বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি

একুশে মিডিয়া, বাঁশখালী প্রতিনিধি:

ফাইল ফটো
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর ইউনিয়নের পূর্ব কোকদন্ডী হাছিয়া পাড়ার সাবুলুর রশিদের ছেলে মোঃ সাকিবুল ইসলাম প্রকাশ রাজু (২২)  গত ২৫/১২/২০১১ইং কাজের উদ্দেশ্য নিজ বাড়ী থেকে বের হয়ে এখনও ফিরে আসেনি। তাকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করেও কোন সন্ধান পায়নি। এব্যাপারে বাঁশখালী থানায় ২৮ ডিসেম্বর ১৩৮৭ নং নিখোঁজ ডাইরী করেন তার পিতা। কোন হৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকলে এই (01868-056731, 01858-310251) নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন তার পিতা-মাতা, ভাই-বোন সহ পরিবারের সদস্যরা।

বাঁশখালী থানায় নিখোঁজ ডাইরীর কপি।
বাঁশখালী থানায় নিখোঁজ ডাইরী সূত্র জানা যায়, আমি (তার পিতা) এই মর্মে নিখোঁজ ডায়েরী করার জন্য আবেদন করিতেছি যে, আমার ছেলে মোঃ সাকিবুল ইসলাম (রাজু) (২২) পিতা- সাবুর রশিদ সাং পূর্ব কোকদন্ডী, ৬নং ওয়ার্ড, ডাকঘর: গুনাগরী, ৫নং কালিপুর ইউনিয়ন, উপজেলাঃ বাঁশখালী, উপজেলাঃ বাঁশখালী, জেলা চট্টগ্রাম গত ২৫/১২/২০২১ইং তারিখ আনুমানিক বিকাল .০০ ঘটিকায় চাম্বল একটি বিবাহ অনুষ্ঠানে যাবে বলিয়া একটি নতুন জামা-কাপড় পড়িয়ে নিজ বাড়ী থেকে বাহির হয়ে সে আর ফিরে আসেনি, সে এখন নিখোঁজ। পরে আমি আমার আত্বীয় স্বজন প্রতিবেশীদের কাছ থেকে তার খুঁজ খবর নিলেও কোন সন্ধান মিলেনী এবং তখন থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন  ০১৮২০-৮২৭৯৯০, ০১৭৯০৯৯২২৫৪ নম্বর আমি বন্ধ পাই সে বাড়ী থেকে চলে যাওয়ার পর থেকে এখনো খোঁজ-খবর পায়নি যোগাযোগের চেষ্টা খুঁজা খুজি অব্যাহত রহিয়াছে অনেক খোঁজা-খুজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যায় নাই তাই আমি পরবর্তীতে নিরুপাই হইয়া আপনার দরবারে একখানা নিখোঁজ ডায়েরী জন্য আবেদন করিলাম

 

 

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages