একুশে মিডিয়া, বাঁশখালী প্রতিনিধি: |
ফাইল ফটো
|
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৫নং কালীপুর
ইউনিয়নের পূর্ব কোকদন্ডী হাছিয়া পাড়ার সাবুলুর রশিদের ছেলে মোঃ সাকিবুল ইসলাম প্রকাশ রাজু (২২) গত ২৫/১২/২০১১ইং কাজের উদ্দেশ্য নিজ বাড়ী থেকে বের হয়ে
এখনও ফিরে আসেনি। তাকে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করেও কোন সন্ধান
পায়নি। এব্যাপারে বাঁশখালী থানায় ২৮ ডিসেম্বর ১৩৮৭ নং নিখোঁজ ডাইরী করেন তার পিতা।
কোন হৃদয়বান ব্যক্তি তার কোন সন্ধান পেয়ে থাকলে এই (01868-056731, 01858-310251)
নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন তার পিতা-মাতা, ভাই-বোন সহ
পরিবারের সদস্যরা।
|
বাঁশখালী থানায় নিখোঁজ ডাইরীর কপি।
|
বাঁশখালী থানায় নিখোঁজ ডাইরী সূত্র জানা যায়, আমি
(তার পিতা)
এই মর্মে নিখোঁজ ডায়েরী করার জন্য আবেদন করিতেছি যে, আমার ছেলে মোঃ সাকিবুল ইসলাম (রাজু) (২২) পিতা- সাবুর রশিদ। সাং পূর্ব কোকদন্ডী, ৬নং ওয়ার্ড, ডাকঘর: গুনাগরী, ৫নং কালিপুর ইউনিয়ন, উপজেলাঃ বাঁশখালী, উপজেলাঃ বাঁশখালী, জেলা চট্টগ্রাম। গত ২৫/১২/২০২১ইং তারিখ আনুমানিক বিকাল ৩.০০ ঘটিকায় চাম্বল একটি বিবাহ অনুষ্ঠানে যাবে
বলিয়া একটি নতুন জামা-কাপড় পড়িয়ে
নিজ বাড়ী থেকে
বাহির হয়ে সে আর ফিরে আসেনি, সে
এখন নিখোঁজ। পরে আমি আমার আত্বীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে তার খুঁজ খবর নিলেও কোন সন্ধান মিলেনী এবং তখন থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন ০১৮২০-৮২৭৯৯০, ০১৭৯০৯৯২২৫৪ নম্বর আমি বন্ধ পাই। সে বাড়ী থেকে চলে যাওয়ার পর থেকে এখনো খোঁজ-খবর পায়নি যোগাযোগের চেষ্টা ও খুঁজা খুজি অব্যাহত রহিয়াছে। অনেক খোঁজা-খুজি করার পরও তার কোন সন্ধান পাওয়া যায় নাই। তাই আমি পরবর্তীতে নিরুপাই হইয়া আপনার দরবারে একখানা নিখোঁজ ডায়েরী জন্য আবেদন করিলাম।
No comments:
Post a Comment