বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচন স্থগিত, সেই চেয়ারম্যান প্রার্থীর নামে মামলা নির্দেশ- নির্বাচন কমিশন - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Sunday, 5 June 2022

বাঁশখালীর চাম্বল ইউপি নির্বাচন স্থগিত, সেই চেয়ারম্যান প্রার্থীর নামে মামলা নির্দেশ- নির্বাচন কমিশন

মোহাম্মদ ছৈয়দুল আলম:

ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার লোক থাকবে বলে ঘোষণা দিয়ে আলোচনায় আসা বাঁশখালীর চাম্বল ইউপির বর্তমান চেয়ারম্যান এবং আগামী নির্বাচনেও আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি) একইসঙ্গে আগামী ১৫ জুন অনুষ্ঠেয় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করারও নির্দেশ দেওয়া হয়েছে

রোববার ( জুন) ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা পৃথক দুইটি চিঠি চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসার বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে একটি চিঠিতে আগামী ১৫ জুন অনুষ্ঠেয় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে

এছাড়াও পৃথক আরেক চিঠিতে বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে

ইসির উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা চিঠিতে বলা হয়, চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরী ঘোষণা দেন, ভোটকেন্দ্রে ইভিএমের বাটন টিপতে না পারলে টিপে দেওয়ার জন্য নিজের লোক রাখবেন এবং ইভিএমকে যথেচ্ছভাবে ব্যবহার করে বিজয় ছিনিয়ে আনার হুমকি দিয়েছেন একইসঙ্গে ইভিএম না থাকলে রাতেই সব ভোট নিয়ে ফেলতেন বলেও উল্লেখ করেন তিনি

চিঠিতে বলা হয়েছে, এমন বক্তব্য বিভিন্ন পত্রিকা, টেলিভিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানা যায় পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন নির্বাচন নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তদন্তেও এর প্রমাণ পাওয়া যায় তার এমন বক্তব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০ এবং দণ্ডবিধি অনুযায়ী অপরাধ উল্লেখিত প্রেক্ষাপটে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক চৌধুরীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছেন

এছাড়াও পৃথক আরেক চিঠিতে আগামী ১৫ জুন অনুষ্ঠেয় চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে

এর আগে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী গত ২৮ মে এক নির্বাচনি সভায় বক্তব্য রাখেন চাম্বল ইউনিয়নের বাংলাবাজার নম্বর ওয়ার্ডে নির্বাচনি প্রচারে তার দেওয়া ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে

৪১ সেকেন্ডের ওই ভিডিওতে মুজিবুল হক চৌধুরী চট্টগ্রামের ভাষায় ভোটারদের উদ্দেশে হ্যান্ডমাইকে বলেন, ‘তো এখানে ইভিএম একটা করেছে সরকার তো কী করতাম? একটু কষ্ট করে গিয়ে আঙুলে চাপ দিয়ে ভোট দিতে হবে চাপ দিতে না পারলে চাপ দেওয়ার জন্য সেখানে আমি মানুষ রাখব তো আমাকে একটু দোয়া করবেন সকলে

মুজিবুল হক চৌধুরী আরও বলেন, ‘রিকশা করে পারেন, যেভাবে পারেন ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন কারণ, ইভিএমের ভোট ইভিএম না হলে আমি কাউকে খুঁজতাম না ভোট আমি মেরে দিতাম যেভাবে পারি, ভোটটা মেরে দিতাম ইভিএমে আইডি কার্ড ঢুকিয়ে দিতে হয়, নইলে হয় না এটা না হলে আমি রাতেই নিয়ে ফেলতাম তো আপনারা একটু কষ্ট করেন, আপনাদের একটু কষ্ট করে ওটা নিয়ে যেতে হবে গিয়ে মেশিনে ফিংগার দিতে হবে কথা বোঝেননি?

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages