৩৬ বছরের খড়া কাটিয়ে ফ্রান্সকে হারিয়ে নিজেদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা জিতেছে আর্জেন্টিনা। প্রিয় দলের বিজয়ে উল্লাস করতে গিয়ে প্রাণ হারিয়েছে দুই আর্জেন্টাইন সমর্থক।
- যশোরের ঝিকরগাছায় ফ্রান্স-আর্জেন্টিনার ফাইনাল ফুটবল খেলা দেখে উল্লাস করতে গিয়ে খালের মধ্যে পড়ে রাকিব হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আর জয়ের উল্লাসে কুমিল্লায় বের হয়েছিলো মোটরসাইকেলের আনন্দ মিছিলে। সেই মিছিলের মোটরসাইকেলের ধাক্কায় শাওন (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়। আহত হন আরো দুইজন।
-
- রবিবার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর দুর্ঘটনা দুইটি ঘটে।
-
- কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জেলার মনোহরগঞ্জ উপজেলার খিলা ইউনিয়নের পূর্ব বাতাড়িয়া সড়কের ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে।
-
- রবিবার (১৮ ডিসেম্বর) রাতে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বিজয় উল্লাসের সময় এ ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের ধোপাপাড়ার আসলাম হোসেনের ছেলে।
-
- স্থানীয় সূত্র জানা যায়, রবিবার রাত অনুমান সাড়ে ১০টার দিকে এলাকার উদ্যোগে ঝিকরগাছা পৌরসভার কাটাখাল বঙ্গবন্ধু পৌরপার্কে প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখছিল। এ সময় আর্জেন্টিনার গোলে আনন্দ উল্লাস করতে গিয়ে অসাবধানতার কারণে রাকিব হোসেন কাটাখালের মধ্যে পড়ে যায়। এতে তার পেটে লোহার রড ঢুকে যায়। তাকে দ্রুত ঝিকরগাছা হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
-
- জেলার ঝিকরগাছা থানার ডিউটি অফিসার মুহিদুল ইসলাম রাত পৌনে ১২টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
- অন্যদিকে শাওন কুমিল্লার খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র। সে ওই এলাকার পত্রিকার হকার মিলন মিয়ার ছেলে।
-
- স্থানীয়দের বরাতে খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের প্রধান শিক্ষক মুনির হোসাইন শাওনের মৃত্যুর বিষয়ক তথ্য নিশ্চিত করেন।
-
- স্থানীয় খিলা আজিজ উল্লাহ হাইস্কুলের দপ্তরি নিহতের চাচা বাচ্চু মিয়া জানান, মোটরসাইকেল নিয়ে মিছিলে আনন্দ করতে গিয়ে খিলা পূর্ববাতাড়ীয়া ইউটার্নে মোটরসাইকেল ঘোরানোর সময় ধাক্কায় শাওনের মৃত্যু হয়।
এছাড়াও কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা নিয়ে বাগ্বিতণ্ডার পর সংঘর্ষে জড়িয়ে অন্তত সাতজন আহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার হরিপুরে বিশ্বকাপের ফাইনাল খেলায় টাইব্রেকারে আর্জেন্টিনা জেতার পরপরই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
- আহত ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আহত ব্যক্তিরা হলেন—কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের মোফাজ্জল হোসেন (৪৫), সায়েম আলী (৫৫), অমিত (২৩), জুয়েল (৩৫), শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলী (৩৬)।
-
- পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে কুষ্টিয়া শহরসংলগ্ন গড়াই নদের পাশে হাটশ হরিপুর ইউনিয়নের হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয় তরুণ-যুবকেরা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন। ফ্রান্সের সঙ্গে খেলা হলেও সেখানে ব্রাজিল ফুটবল দলের সমর্থকেরাও খেলা দেখছিল। তাঁদের মধ্যে কয়েকজন ফ্রান্সকে সমর্থন দেন। আর্জেন্টিনা দুই গোল দেওয়ার পর ব্রাজিল সমর্থকেরা পরবর্তী খেলা না দেখে বাড়ি চলে যান। কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল দিয়ে খেলায় সমতা আনে। এমন খবর পেয়ে আবার সেখানে হাজির হন তাঁরা। তাঁরা সেখানে পাল্টা উল্লাস করতে থাকেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
-
- খেলা শেষে টাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে দলটির সমর্থকেরা নাচানাচি শুরু করেন। নাচানাচির একপর্যায়ে আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-
- আহত ব্যক্তিদের মধ্যে সায়েম আলী চোখে মারাত্মক আঘাত পেয়েছেন। তাঁর শ্যালক হাসিবুর রহমান বলেন, সায়েম ভাইয়ের বাড়ির পাশেই খেলা চলছিল। খেলার একপর্যায়ে বাগ্বিতণ্ডা হয়। সায়েম ভাই মারামারি ঠেকাতে গিয়ে চোখে আঘাত পান। তাঁকেসহ অন্যদের রাতেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-
- কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, রাতে খেলা দেখা নিয়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানে পুলিশের টহল রাখা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
No comments:
Post a Comment