এইচ এম শহীদুল ইসলাম,
পেকুয়া প্রতিনিধি:ই-একুশে মিডিয়া
কক্সবাজার পেকুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ ওমর হায়দার মহোদয়ের দিক নির্দেশনায় এসআই(নিঃ) অমর চন্দ্র বিশ্বাস, এএসআই রইস উদ্দিন আহমেদ’সহ পেকুয়া থানার একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং-০৯/০১/২০২৩ খ্রি. তারিখ ১৯.৫৫ ঘটিকার সময় অত্র পেকুয়া থানাধীন মগনামা ইউপিস্থ ফুলতলা বাজারের পূর্ব পাশে বলক মার্কেটের মিজানের মটর এন্ড পার্সের দোকানের ভিতর ধৃত আসামী ১। মোঃ মিজানুর রহমান (২৫), পিতা-মোঃ শামছুল আলম, মাতা-উম্মে ছালমা, সাং-মলমচড়, লেদ্দার বাপের বাড়ী, ০২নং ওয়ার্ড, কৈয়ার বিল ইউপি, উপজেলা/থানা- কুতুবদিয়া, জেলা -কক্সবাজার, বর্তমানে- লাল মিয়া পাড়া, ২নং ওয়ার্ড, মগনামা ইউপি, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার, ২। মোঃ আকিবুল ইসলাম প্রকাশ সাজিদ(২২), পিতা- মোঃ শাহাব উদ্দিন, মাতা- মৃত ফরিদা ইয়াছমিন, সাং- বহদ্দার পাড়া, গিয়াস উদ্দিন এর বাড়ী, ০৩ নং ওয়ার্ড, মগনামা ইউপি, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজারদ্বয়ের নিকট হইতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ধৃত করেন। পরবর্তীতে এসআই(নিঃ) অমর চন্দ্র বিশ্বাস বাদী উক্ত বিষয়ে এজাহার দায়ের করিলে অফিসার ইনচার্জ মহোদয় পেকুয়া থানার মামলা নং-৭/৭, তারিখ-০৯/০১/২০২৩ খ্রি. ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১০(খ)/৪১ রুজু করেন। পরবর্তীতে যথা নিয়মে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। একুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment