বাঁশখালী ঋষিধামে আন্তর্জাতিক কুম্ভমেলা উদযাপনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday 21 January 2023

বাঁশখালী ঋষিধামে আন্তর্জাতিক কুম্ভমেলা উদযাপনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

দিদার হোসাইন, স্টাফ রিপোর্টার:

ই-একুশে মিডিয়া
একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা ২০২৩ উদযাপনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়

২০ জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার গুনাগরী ঋষিধামের প্রধান কার্যালয়ে ঋষিধাম তুলসীধামের মোহন্ত মহারাজ শ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের (গুরুদেব)' সভাপতিত্বে একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা ২০২৩ উদযাপনের ৪৩টি উপ-কমিটিসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়

ঋষিকুম্ভ কুম্ভমেলা উদযাপন গন্তব্য গুনাগরীস্থ ঋষিধাম এলাকাটি পরিদর্শন শেষে প্রধান কার্যালয়ে শ্রী সুকুমার চৌধুরীকে সভাপতি শ্রী অনুপ বরণ দাশকে সাধারণ সম্পাদক এবং শ্রী তড়িৎ গুহকে অর্থ সম্পাদক করে হাজার জন বিশিষ্ট ২০২৩ উদযাপন কমিটি ঘোষণা করা হয়

এসময় উপস্থিত ছিলেন, নবনির্বাচিত সভাপতি শ্রী সুকুমার চৌধুরী,সহ-সভাপতি পলাশ দাশ, সাধারণ সম্পাদক অনুপ বরণ দাশ,যুগ্ন সাধারণ সম্পাদক শ্রীমৎ স্বচ্ছিদানন্দ পুরী মহারাজ,যুগ্ন সাঃ সম্পাদক ছোটন গুহ,বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রদ্বীপ গুহ, অধ্যাপক রূপন ধরসহ ঋষিকুম্ভ কুম্ভমেলা উদযাপন পরিষদের অন্যান্য সদস্যরা

উল্লেখ্য,বাংলাদেশে প্রতি তিন বছর পর পর আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরীর ঋষিকুম্ভ কুম্ভমেলা উদযাপিত হয়তারই ধারাবাহিকতায় আগামী ২৭ জানুয়ারি থেকে ফেব্রুয়ারী পর্যন্ত সর্বমোট ১১দিন ব্যাপী একবিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা ২০২৩ উদযাপন বাঁশখালী উপজেলার গুনাগরীস্থ ঋষিধামে অনুষ্ঠিত হবে

ঋষিকুম্ভ কুম্ভমেলা ২০২৩ উদযাপন উপলক্ষে হাজার জন সদস্য বিশিষ্ট মেলা উদযাপনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছেশ্রীমৎ স্বামী সুদর্শনানন্দ পুরী মহারাজের নির্দেশে মেলা উদযাপন পরিষদের ৪৩টি উপচকমিটিসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন শ্রীমৎ স্বচ্ছীদানন্দ পুরী মহারাজ

নবনির্বাচিত কমিটির সভাপতি শ্রী সুকুমার চৌধুরী বলেন,আন্তর্জাতিক ঋষিকুম্ভ কুম্ভমেলা বাংলাদেশের একমাত্র চট্টগ্রামের বাঁশখালীর ঋমিধামেই অনুষ্ঠিত হয়,ভারত নেপালসহ বিভিন্ন দেশ থেকে অনেক সন্ন্যাসী আরাধনাকারীরা এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন, শীতের মৌসুম হওয়ার ফলে অতিথিদের জন্যে থাকা,খাওয়া শীতবস্ত্র কম্বলসহ সব কিছুই আগামী ব্যবস্থা করা হয়েছে এবং সুন্দর ভাবে মেলা উদযাপনের প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করার কথা জানান সুকুমার চৌধুরীএকুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages