স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ২ নং সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও ১ নং ওয়ার্ড এলাকায় জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৩ জন আহত হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও ১ নং ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটেছে।এই নিয়ে ওইএলাকার মৃত্যু আব্দু রহমান এর পুত্র মোঃ ইসমাইল(৫৫) বাদী হয়ে বাঁশখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভিকটিম মোঃ ইসমাইল।আহতরা হলেন,রশিদ আহমদের ছেলে মোঃ তৌহিদুল ইসলাম,আব্দুর রহমানের ছেলে রশিদ আহমদ। অভিযোগ ও ভুক্তভোগী পারিবারিক সূত্রে জানা যায়, বৈলগাঁও এলাকার বিএস ১৩৯ নং খতিয়ানের পাহাড়ি জায়গা নিয়ে বাদী মোঃ ইসমাইলের ভাই রশিদ আহমদসহ অপরাপর ভাইদের খরিদা সম্পত্তি হয়,ওই জায়গা নিয়ে অভিযুক্ত কামাল উদ্দিন (৫০),ফজল করিম(৩৮),
রেজাউল করিম গংদের সাথে বিরোধ চলছে,ওই বিরোধ নিয়ে এই ঘটনা ঘটেছে।
বাদী মোঃ ইসমাইল বলেন, আসামীরা ভূমিদস্যু প্রক্রিয়ার লোক হয়,উল্লেখিত জায়গা আমার ভাইদের খরিদা সম্পত্তি,এই জায়গার বিরোধ নিরসনের জন্যে থানায় একটি বিচার চলছে,কিন্তু অভিযুক্ত কামাল উদ্দিন গংরা দলবল নিয়ে ঘটনার দিন ও সময়ে হঠাৎ করে দেশীয় দা' লাঠি-সোঁটা নিয়ে জায়গার মালিকদের উপর হামলা চালায়, এসময় ৩ জন আহত হয়েছে এই ঘটনায় বলে জানান বাদি ইসমাইল।এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এব্যাপারে বাঁশখালী থানাধীন রামদাস মুন্সি হাট পুলিশ ফাঁড়ি পুলিশ পরিদর্শক মোস্তফা কামাল জানান, ঘটনার বিষয়টি উপজেলা সহকারী কমিশনার স্যার জানাইছিল,আর এসিল্যান্ড স্যারের নির্দেশে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতিই নিয়ন্ত্রণ আনি,আহত দের চিকিৎসার জন্য হাসপাতালে পাটিয়েছি। একুশে মিডিয়া’র সঙ্গে থাকুন।
No comments:
Post a Comment