এইচ এম শহীদুল ইসলাম পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী (রবিবার) সকাল ১০ টার দিকে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেণীকক্ষে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদর আ’লীগের সাধারন সম্পাদক এস,এম শাহাদাত হোসাইন। শিক্ষক মনিরুজ্জামানের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি এম,আজম খান। বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক দিদারুল করিম, সহকারী প্রধান শিক্ষক আবদুল কাদের, শিক্ষক আজিজুর রহমান, ফরিদা ইয়াসমিন, অভিভাবক আবদু শুক্কুর ও আয়েশা বেগম।ই-একুশে মিডিয়া
এ সময় উপস্থিত ছিলেন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসহাব উদ্দিন হৃদয়, মর্জিনা বেগম, সেলিনা আক্তার, ছরওয়ার আলম, আনোয়ারুল করিম, সাহাব উদ্দিন, এহেছানুল হক, মো: ইসহাক, মোহাম্মদ হাসান, সাঈদা নাসরিন মুন্নি ও নুরুল হোসাইন প্রমুখ। সুত্র জানায়, ২০২৩ সালে অনুষ্ঠিতব্য এস,এস,সি পরীক্ষার্থীদের অভিভাকদের নিয়ে মূলত ওই দিন সমাবেশটি আয়োজন করা হয়। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২০২৩ সালে এস,এস,সি পরীক্ষায় অংশ নিবে ১২৪ শিক্ষার্থী। গত ২০২২ সালে অনুষ্টিত এস,এস,সি পরীক্ষায় এ বিদ্যালয়টি অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রায় ২০ জন শিক্ষার্থী এস,এস,সিতে জিপিএ-৫ পেয়েছে। এ সাফল্য ধরে রাখা ও শিক্ষা কার্যক্রমকে আরো বেগবান করতে অভিভাবকদের নিয়ে সমাবেশ করে বিদ্যালয় কর্তৃপক্ষ। একুশে মিডিয়ার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment