দিদার হোসাইন, স্টাফ রিপোর্টার:ই-একুশে মিডিয়া
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজ প্রাঙ্গণে ৩দিন ব্যাপী ৭ম স্কাউট সমাবেশ-২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
২২ ফেব্রুয়ারী (বুধবার) ৩দিন ব্যাপী ৭ম স্কাউট সমাবেশ -২০২৩ উদ্বোধনী অনুষ্ঠান পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন,পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এণ্ড কলেজের অধ্যক্ষ তৌহিদুর রহমান, সদস্য মোহাম্মদ আবু জাফর চৌধুরী, এডভোকেট বদর উদ্দিন চৌধুরী, রহিম আলম চৌধুরী, মোঃ ওকাইল ওসমানী,সিনিয়র শিক্ষক মাশুক এলাহি, সহকারী প্রধান শিক্ষক শামসুল আলম হেলালি, সিনিয়র শিক্ষক শফিউল আলমসহ স্কাউট সমাবেশ ২০২৩ অংশ গ্রহণকারী ৫২টি স্কুল -মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে বাঁশখালী উপজেলায় ৭ম স্কাউট সমাবেশ২০২৩-কে ঘিরে নির্মিত তাবুসহ পুরো এলাকাটি পরিদর্শন করেন পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাহারচড়া ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম।
পরিদর্শনকালে তাজুল ইসলাম বলেন,৭ম স্কাউট সমাবেশ-২০২৩ অনুষ্ঠান আজকে শুভ উদ্বোধন করা হয়,বুধবার থেকে শুক্রবার পর্যন্ত সর্বমোট তিনদিন ব্যাপী স্কাউট সমাবেশ-২০২৩ অনুষ্ঠিত হবে।
স্কাউট সমাবেশ অনুষ্ঠানে অংশ গ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সার্বিক নিরাপত্তা ও অনুষ্ঠানকে সফল ও স্বার্থক করার জন্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবে,অনুষ্ঠানকে সুন্দর ভাবে উদযাপন ও সফল করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন তাজুল।সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। একুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
No comments:
Post a Comment