বেলকুচিতে অস্ত্রের আঘাতে বৃদ্ধার মৃত্যু - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 17 February 2023

বেলকুচিতে অস্ত্রের আঘাতে বৃদ্ধার মৃত্যু

সবুজ সরকার বেলকুচি, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

ই-একুশে মিডিয়া

সিরাজগঞ্জের বেলকুচিতে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম চাঁন মিয়া (৭০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন শুক্রবার সন্ধ্যা টার দিকে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত চাঁন মিয়া উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাতলাটি গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে

আহতের পরিবার প্রতক্ষ্যদর্শীরা জানান, গত বুধবার রাত সাড়ে টার দিকে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাতলাঠি গ্রামের চাঁন মিয়ার বাড়িতে একই গ্রামের  জব্বার হোসেনের ছেলে তারেক হোসেন, মৃত আজিজুল হকের ছেলে সামছুল হক মৃত মোজাফ্ফর হোসেনের ছেলে আক্তার হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসীবাহিনী গিয়ে চাঁন মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এটা দেখে চাঁন মিয়ার ছেলে শহিদুল ইসলাম এগিয়ে আসলে থাকেও বেধরক আঘাত করেন পরে তাদের আত্মচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রসীরা পালিয়ে যায় পরে স্থানীয়দের সহয়তায় আহত ব্যক্তিতের উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চাঁন মিয়ার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা সিএমএইচ হাসপাতালে রেফার্ড করা হয়ে ছিলো কিন্তু চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়া মৃত্যু বরণ করেন

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পর থানায় মামলা হয়েছে এক আসামীকে গ্রেপ্তার করেছি বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছেএকুশে মিডিয়া’র সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages