মুন্ডুমালায় তারাবী শেষে বাড়ি ফিরেই রহস্য জনক ভাবে ইমাম নিখোজ - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Thursday 30 March 2023

মুন্ডুমালায় তারাবী শেষে বাড়ি ফিরেই রহস্য জনক ভাবে ইমাম নিখোজ

সাইদ সাজু, তানোর থেকে:

ই-একুশে মিডিয়া

বুধবার তারাবীর নামাজ পড়াইয়ে রাত ১০টায় বাড়ি এসেছেন ইমাম এর ১৫ মিনিট পরে তার মোঠো ফোনে কল আসলে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যান তিনি আধা ঘন্টা পরে তার মোঠো ফোন বন্ধ পাওয়া যাই এখন পর্যন্ত তিনি আর বাড়ি ফিরেননি

এমন ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর উপজেলা মুন্ডুমালা পৌর এলাকার সাতপুকুরিয়া গ্রামে 

নিখোজ ব্যাক্তির নাম তারেক আহম্মেদ (৩০) তিনি সাতপুকুরিয়া গ্রামের এমরান আলীর পুত্র

নিখোজের ঘটনায় এক দিন পর বৃহস্পতিবার দুপুরে  তানোর থানায় একটি জিডি করেছেন তার পিতা এমরান আলী জিডি নং ১২৯২

পারিবাকি সূত্রে জানা গেছে, তারেক আহম্মেদ গ্রামের মসজিদের তারাবীর নামাজের ঈমামতী করেন এবং জুম্মা নামাজ পড়ান পার্শবতী নাচোল উপজেলার হাফানিয়া-দোগাছা জামে মসজিদে এছাড়াও গ্রামে একটি এস.সি.এস দারুস সুন্নাহ একাডেমি প্রধানের দায়িত্বে আছেন তিনি

নিখোঁজ তারেকের পিতা এমরান আলী বলেন, তার ছেলে রাতে নামাজ শেষে বাড়ি এসেছিল তার শরীরের পাঙ্জাবী খুলে কেবল মাত্র বসেছে এমন সময় ফোনে কথা বলতে গেঙ্জী পড়ে বাড়ির বাইরে বের হন 

আর ফেরেননি ঘটনার পর থেকে তার মোবাইর ফোন বন্ধ পাওয়া যাচ্ছে রাতে সব আত্মীয় স্বজনদের বাড়ি খোজ নেওয়া হয়েছে কোথাও তাকে পাওয়া যাইনি গোদাগাড়ী তানোর থানায় খোজ নেওয়া হয়েছে  ৯৯৯ কল করা হয়েছে তারা কেউ বলতে পারেননি

অবশেষে তার সন্ধান পেতে বৃহস্পতিবার দুপুরে তানোর থানায় একটি জিডি করেছেন তার পিতা এমরান আলী

এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেনএঘটনায় তানোর থানার একটি সাধারন ডায়েরী করা হয়েছে তার খোঁজে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে বলেও জানান তিনি

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages