এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া প্রতিনিধি: ই-একুশে মিডিয়া
কক্সবাজারের পেকুয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সর্বজনীন কল্যাণে ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে ইসলামী ব্যাংক পেকুয়া শাখায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। পেকুয়ার শাখা ব্যবস্থাপক মনির আহমদের সভাপতিত্বে এ সময় প্রধান আলোচক ছিলেন চকরিয়া আমজাদিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক কফিল উদ্দিন।
এ সময় বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আবুল কাশেম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আক্তারুজ্জামান,সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন খালেদ, আ’লীগ নেতা মফিজুর রহমান প্রমুখ। সুত্র জানান, ওই দিন সারাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ৩০ মার্চ ১৯৮৩ সালে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
ব্যাংক সেক্টরের ৪০ তম বর্ষপূর্তি উপলক্ষে ওই দিন ইসলামী ব্যাংক পেকুয়া শাখায়ও দিবসটি পালন করে। মোনাজাত পরিচালনা করেন রঙ্গিখালী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা কামাল হোছাইন। এ সময় আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রচুর পরিমাণ ব্যাংকটির গ্রাহক, পেকুয়া বাজারের ব্যবসায়ী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment