বিএনপি নেতা ভারতের আদালতে খালাস- দেশের মাটিতে ফিরতে চাই- সালাহউদ্দিন - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Wednesday 1 March 2023

বিএনপি নেতা ভারতের আদালতে খালাস- দেশের মাটিতে ফিরতে চাই- সালাহউদ্দিন

এইচ এম শহীদুল ইসলাম, পেকুয়া:

ই-একুশে মিডিয়া

ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্য জানিয়েছেন

তিনি বলেন, মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের শিলংয়ের জজ আদালত থেকে সালাহউদ্দিন আহমেদকে বেকসুর খালাস দেওয়া হয়েছে একই সঙ্গে তাকে দেশে ফেরার ব্যবস্থা করতে বলা হয়েছে

২০১৫ সালের ১০ মার্চ রাতেনিখোঁজহন সালাহউদ্দিন আহমেদ ওই সময় তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাজধানীর উত্তরার নম্বর সেক্টরের ১৩-বি নম্বর সড়কে ৪৯-বি নম্বর বাড়ির, -বি নম্বর ফ্ল্যাট থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সালাহউদ্দিনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে তবে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরপর দুই মাস নিখোঁজ থাকার পর ভারতে তাকে উদ্ধার করে সে দেশের নিরাপত্তা বাহিনী

সালাহউদ্দিন যখন নিখোঁজ ছিলেন, তখন বিএনপির সরকারবিরোধী আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে অজ্ঞাতনামা স্থান থেকে দলের মুখপাত্র হিসেবে ভিডিও বার্তা দিতেন

সালাহউদ্দিন আহমদ ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস হিসেবে নিয়োগ পান দীর্ঘ বছর দায়িত্ব পালন করার পর ১৯৯৬ সালে সরকারি চাকরি ছেড়ে দিয়ে আবারো রাজনীতিতে সক্রিয় হন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন ভারপ্রাপ্ত সভাপতি সালাহউদ্দিন আহমদ ১৯৯৬ সালের নির্বাচনে কক্সবাজার- আসন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর টানা বার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এসময় তিনি পেকুয়া প্রতিষ্ঠা সহ কক্সবাজার জেলায় কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন করেন পরে ওয়ান ইলাভেনের সময় তিনি কারাগারে বন্দি থাকা অবস্থায় তার স্ত্রী এডভোকেট হাসিনা আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages