এম এ হাসান, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে যানজট নিরসন ও ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমান করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১০ এপ্রিল) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পালের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার অংশে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চৌদ্দগ্রাম থানা ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের পৃথক দু’টি টিম ও পৌরসভার একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল বলেন, ‘মাহে রমজানকে উপলক্ষ করে কতিপয় অসাধু ব্যবসায়ী মহাসড়ক ও ফুটপাতের উপর ভ্রাম্যমান ফল দোকানসহ অবৈধভাবে বিভিন্ন দোকান বসিয়ে ব্যবসা করছে।
বিষয়টি নিয়ে তাদেরকে একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ করা হলেও তারা ব্যবসা বন্ধ না করায় সোমবার স্থানীয় সরকার ও পৌরসভা আইন-২০০৯ এর ১০৯ ধারায় ৮টি দোকান কে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। মহাসড়ক যানজট মুক্ত, ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে এবং জন দূর্ভোগ লাগবে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment