রবিউল ইসলাম, ঝিনাইদহ:ই-একুশে মিডিয়া
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা থেকে এবার বিভিন্ন জাতের আম সুদুর ইংল্যান্ডে রফতানি করা হচ্ছে। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে দুই কৃষকের কাছ থেকে ১ টন আম ইংল্যান্ডে পাঠানো হয়েছে । পর্যায় ক্রমে এই গ্রাম থেকে প্রায় ১০ মেট্রিক টন আম প্রথম পর্যায়ে পাঠানো হবে ইউরোপের ইংল্যান্ডে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় এই আম পাঠানো হচ্ছে বলে যানা যায়।
কালীগঞ্জ উপজেলার কাষ্টভাঙ্গা ইউনিয়নের কাস্টভাঙ্গা গ্রামের সফল দুইজন কৃষক মোঃ হাবিবুর রহমান ও তবিবুর রহমানের আম বাগান থেকে এই প্রথম বিদেশে আম রফতানি করা হয়েছে।
কাষ্টভাঙ্গা গ্রামের গর্বিত আম চাষী হাবিবুর রহমান জানান, তার প্রায় ৯ বিঘা জমিতে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া, রুপালি, তিলে বোম্বাই জাতের আম রয়েছে। এ বছর ঢাকার আন্তর্জাতিক আম রফতানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিং এর সাথে ইউরোপ মহাদেশে আম রপ্তানি করা জন্য একটি সমঝোতা চুক্তি হয়।
এর পর কৃষি অফিসের সাথে তিনি যোগাযোগ করেন। উত্তম কৃষি চর্চার নিয়ম অনুসরন করে সাবির্ক বিষয়ে কখন ফল কিভাবে পরিচর্যা করতে হবে সে ব্যাপারে কৃষি অফিস সার্বিক পরামর্শ দেন এবং পরিচর্যা করেন।
এর প্রেক্ষিতে ১৬ মে মঙ্গলবার এই মৌসুমে কালীগঞ্জ থেকে প্রথম আম রফতারির সাথে তার বাগানের আম যুক্ত হয়। তিনি জানান, প্রথম পর্যায়ে গোবিন্দভোগ জাতের আম ইংল্যাল্ডে পাঠানো হয়েছে এবং পর্যায় ক্রমে তিনি ন্যাংড়া, হিমসাগর, রুপালি আম রফতানি করবেন।
No comments:
Post a Comment