কবির মাহমুদ (কাজিপুর,সিরাজগঞ্জ):ই-একুশে মিডিয়া
শ্বশুর বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে বাবা-ছেলে নিখোঁজ হওয়ার ২০ ঘন্টা পর যমুনা নদী থেকে বাবার লাশ উদ্ধার করা হয়েছে।
নিখোঁজ ও নিহত ব্যক্তি হলো চরগিরিশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সিন্দুর আটা গ্ৰামের মোঃ শহীদ তালুকদারের পুত্র রিপন তালুকদার ও নাতী আশিক বাবু।
এলাকাবাসী ও স্হানীয় সূত্রে জানা যায়, গতকাল (৩০ এপ্রিল) রবিবার সন্ধ্যা সাতটার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোঃ রিপন তালুকদার (৪২) ও তার ছেলে মোঃ আশিক বাবু (১৩) নিজ বাড়ী থেকে নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্ৰিদোরতা গ্ৰামে যাওয়ার পথে পিতা-পুত্র নিখোঁজ হয়।
নিখোঁজের পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সোমবার ১লা মে বিকাল পাঁচটার দিকে দুর্গম চরাঞ্চলের বারজান এলাকায় যমুনা নদী থেকে নিখোঁজ সাবেক মেম্বার রিপন তালুকদারের লাশ উদ্ধার করা হয়। তবে তার পুত্র আশিক বাবু এখনও নিখোঁজ রয়েছেন।
চরগিরিশ ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন, রিপন তালুকদারের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। আশিক বাবু কে এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, " লাশ উদ্ধার করা হয়েছে,ময়না তদন্তের পরই জানা যাবে আসল ঘটনা।
No comments:
Post a Comment