সাইদ সাজু, তানোর থেকে:ই-একুশে মিডিয়া
রাজশাহীর তানোরে শ্রমিকদের মাঝে মে দিবসের শুভেচ্ছা স্বরুপ মাননীয় সংসদ সদস্য আলহাজ ওমর ফারুক চৌধুরীর পক্ষে (গেঞ্জি) টি শার্ট উপহার দেয়া হয়েছে।
সোমবার দুপুরে তানোর থানা মোড়ে অটো চালক ও ভ্যান চালক ও সিএনজি চালকসহ শ্রমিকদের মাঝে এসব টি শার্ট উপহার তুলে দেন জননেতা আবুল বাসার সুজন।
তানোর উপজেলা আ' লীগ সভাপতি মাঈনুল ইসলাম স্বপন ও তানোর উপজেলা আ' লীগ সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার।
তানোর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, তানোর উপজেলা সেচ্ছাসেবক লীগ সদস্য সচিব রামিল হাসান সুইট।
পরে মুন্ডমালা বাজার মোড়ে শ্রমিকদের মাঝে এসব গেঞ্জি বিতরণ করা হয়। এসময় মুন্ডমালা পৌর আ' লীগ সাধারন সম্পাদক আমির হোসেন আমিনসহ নেতা-কর্মিরা উপস্থিত ছিলেন।
অপর দিকে বিকালে কালীগঞ্জ বাজার মোড়েও শ্রমিকদের মধ্যে এমব উপহার টি শার্ট বিতরণ করা হয়েছে।
No comments:
Post a Comment