রবিউল ইসলাম, ঝিনাইদহ:ই-একুশে মিডিয়া
ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকঞ্জ চিনিকলের সামনে মহাসড়কে নারিশ পোল্ট্রি খাদ্যর ক্যাভারভ্যান ধাক্কায় দুলাল মুন্দিয়া গ্রামের মুজিদ বিশ্বাস(৪৮) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে। এব্যাপারে স্থানীয়রা প্রত্যেকদর্শিরা জানান, কালীগঞ্জ থেকে ছেড়ে আসা রুপসা বাসের ও নারিশ ক্যাভারভ্যান (ঢাকা মেট্রো - উ -১২-১৩৯৩) অতিক্রম করার সময় বাইসাইকেল আরোহী মুজিদকে ধাক্কা দেয়।কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জরুরি মৃত ঘোষণা করেন। নিহত মুজিদ বিশ্বাস হলেন দুলাল মুন্দিয়া গ্রামের মৃত বোধই বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান,শত বর্ষের বড়বড় কড়াই গাছের গুড়ি কেটে রাস্তার পাশে থাকার কারণে বাইসাইকেল আরোহী মুজিদ বিশ্বাস ক্যাভারভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর পড়ে গেলে ক্যাভারভ্যান চাপায় অন্ডকোষ গুরুতর আঘাত পেয়ে আহত হয়।পরে এ খবর পেয়ে কালীগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা আহত ব্যাক্তিকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ার কারণে জুরুরি বিভাগের চিকিৎসক যশোর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয়। পরে পরিবারের স্বজনরা হাসপাতালে উপস্থিত হয়ে আহত মুজিদ বিশ্বাস কে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কালীগঞ্জ ফায়ার স্টেশন অফিসার মামুনুর রশিদ বলেন ক্যাভারভ্যানকে রুপসা পরিবহন দ্রুত গতিতে অতিক্রম করার সময় এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে। আহত বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়।পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ রহিম মোল্লা জানান, এখবর পেয়ে ঘটনাস্থলে ডিউটিরত পুলিশ কর্মকর্তা সহ সদস্যরা গেছে। ক্যাভারভ্যান আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে, তাকে আটক করার চেষ্টা চলছে।
No comments:
Post a Comment