সাইদ সাজু, তানোর থেকে :ই-একুশে মিডিয়া
রাজশাহীর তানোরে বাড়ি ফেরার পথে পথরোধ করে সিটি ব্যাংককের এজেন্ট ব্যাংকিং এর প্রায় ৪ লাখ টাকা ছিন্তাইয়ের ঘটনায তিন জনকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। গ্রেফতারকৃত হলেন, তানোর উপজেলার কলমা ইউনিয়নের পিঁপড়া কালনা গ্রামের দুখু মিয়ার পুত্র মাসুম (২৫), একই ইউনিয়নের নড়িয়াল গ্রামের রিপন আলীর পুত্র নাজিউর রহমান (১৯), কুমড়াপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের পুত্র মনিরুল ইসলাম (৩০)। তবে, ছিন্তাই হওয়া ২ টি ট্যাব উদ্ধার করলেও তাদের সাথে থাকা আরো ১ ছিন্তাইকারী ও প্রায় ৪ লাখ টাকা ও টাকার ব্যাগ উদ্ধার করতে পারেনি।
মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, গত ৮জুন বৃহস্পতিবার রাত ৯টার দিকে তানোর পৌর এলাকার তালন্দ বাজারের সিটি ব্যাংক শাখার এজেন্ট জাহাঙ্গীর আলম বাড়ি যাওয়ার পথে তার পথরোধ করে অস্ত্রের মুখে তার প্রায় ৪ লাখ টাকাসহ ব্যাগ ও ২ টি ট্যাব ছিন্তাইয়ের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এ ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছিল চরম আতংক।
খবর পেয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে ভোরের দিকে গ্রেপ্তার করেন।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, ছিন্তাইয়ের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে ৩ ছিন্তাইকারীকে আটক করা হয়েছে এবং খোয়া যাওয়া মোবাইল ট্যাব ২ টি উদ্ধার করা হয়েছে। তবে, টাকা উদ্ধার ও তদন্ত অব্যাহত রয়েছে। তিনি বলেন, এঘটনায তানোর থানায় একটি মামলা দায়ের করে আটককৃতদের শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment