মায়ের মেজবান না করে অর্থোপেডিক পুনর্বাসন সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন সালাম- তথ্যমন্ত্রী - Ekushey Media bangla newspaper

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday 18 August 2023

মায়ের মেজবান না করে অর্থোপেডিক পুনর্বাসন সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন সালাম- তথ্যমন্ত্রী

মিডিয়া ডেস্ক:

ই-একুশে মিডিয়া

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য সম্প্রচার মন্ত্রী . হাছান মাহমুদ বলেছেন, সালাম সাহেব মায়ের মেজবান না করেই ৮৫ লাখ টাকা ব্যয়ে ফিজিও অর্থোপেডিক পুনর্বাসন সেবাকেন্দ্র প্রতিষ্ঠা করেছেন এজন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই এভাবে সকল বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসা উচিত সময় রেড ক্রিসেন্ট ট্রেজারার মোহাম্মদ আবদুস সালামের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন-রেড ক্রিসেন্ট ফিজিও অর্থোপেডিক পুনর্বাসন সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফিজিও অর্থোপেডিক সেন্টার যাতে মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্তের একটি জনপ্রিয় আস্থার প্রতীক হয় সেই কামনা করে তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সেবার মানসিকতা নিয়েই কাজ করে শুধু প্রতিষ্ঠান দাঁড় করালেই হবে না, সেবার মানটি রক্ষা করে এবং একই সাথে স্বল্পমূল্যের সেবা নিশ্চিত করতে হবে আমি আশা করব- রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি মানুষের আস্থা এবং ভালোবাসা আরো প্রসারিত হবে, আরো বিত্তবানরা এগিয়ে আসবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আবদুস সালামের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৮৫ লাখ টাকা ব্যয়ে ফিজিও অর্থোপেডিক পুনর্বাসন সেবা কেন্দ্রটি স্থাপন করা হয় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চসিক মেয়র চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব) এটিএম আবদুল ওয়াহ্হাব সভাপতিত্বে সিটি রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল জব্বারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার ডা. শেখ শফিউল আজম, ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ বাচ্চু, জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. আসলাম খান উপস্থিত ছিলেন সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য মনজুর মোর্শেদ ফিরোজ, এইচএম সালাউদ্দিন, মহসিন উদ্দিন চৌধুরী ফয়সাল, কাজী তৌফিকুল আযম, ডা. বিদ্যুৎ বড়ুয়া, মোশরাফুল হক চৌধুরী পাভেল, মো. ইমতিয়াজ, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এর যুব প্রধান ইস্তাকুল ইসলাম চৌধুরী ইশানসহ বিভিন্ন যুব রেড ক্রিসেন্ট আওতাধীন দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপকবৃন্দ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages