কোকদন্ডী ‘ইয়থ স্টারস ক্লাবে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

Breaking News

Home Top Ad

এইখানেই আপনার বা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ: 01915-392400

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 29 September 2023

কোকদন্ডী ‘ইয়থ স্টারস ক্লাবে’র মতবিনিময় সভা অনুষ্ঠিত

একুশে মিডিয়া, প্রতিবেদক:

ই-একুশে মিডিয়া

গৌরব ও ঐতিহ্যের ৪০ বছরের সংগঠন, বাঁশখালী উপজেলার কোকদন্ডীস্থ ‘ইয়থ স্টারস ক্লাব’ রেজি নং- ১৫৭৫/৯০ এর উদ্যাগে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায়  ডাঃ চন্দন দত্তের সভাপতিত্বে অত্র ক্লাবের কার্যালয়ে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহন করা হয়েছে। সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, ইয়থ স্টারস ক্লাব এর সভাপতি পলাশ দাশ, সাধারন সম্পাদক ছোটন কান্তি গুহ, অর্থ সম্পাদক জুয়েল দত্ত সহ ক্রমানুসারে বক্তব্য রাখেন এড. ভূপাল কান্তি গুহ, দীপক দত্ত, ডাঃ বাদল চন্দ্র শীল, সুকুমার গুহ, প্রভাস কর, খোকন দাশ, সুমন চৌধুরী, প্রদীপ গুহ, দেবাশীষ কানুনগোয় দেবু, নির্মল শীল, অনুপম গুহ, মিন্টু চৌধুরী, রাসেল ধর, ডাঃ অনিক গুহ, অপু দত্ত, দ্বীজেন ধর, অভিজিৎ চৌধুরী, রুপন গুহ, সুমন দেব, অভি গুহ, অপু গুহ, অন্তু গুহ, রনি ধর, দেবু মুহুরী, অনিক চৌধুরী, সুরঞ্জিত চৌধুরী, অশোক দাশ, সাগর দাশ, রাজন দেব, অসীম গুহ, দীলিপ দত্ত, শানু রুদ্র, বাচ্চু দাশ, প্রদীপ দেব, বিজয় গুহ, অভিক শীল, সেগুন গুহ প্রমুখঅত্র ক্লাবের উদ্যোগে সামাজিক বিভিন্ন উন্নয়ন সেবায় এগিয়ে যাবেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন সদস্যবৃন্দ।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages