কক্সবাজারের কুতুবদিয়ায় ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে ইউএনএফপি’র কারিগরি সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি)’র উদ্দ্যোগে কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিচর্যা, নবজাতক এবং গর্ভবতী মহিলাদের মৃত্যু হ্রাস বিষয়ে এক পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে। ২৫ নভেম্বর (শনিবার) সকালে হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের মাধ্যমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে কুতুবদিয়া উপজেলার স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল হিকমাহ আল মালেকিয়া দাখিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাহফুজু করিমের সভাপতিত্বে ও
কুতুবদিয়া উপজেলার এফ সি মো: রুহুল আমিন (পি এইচ ডি) এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন – কুতুবদিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (সহকারী) লিলা চৌধুরী, মাদ্রাসার ম্যানেজিং কমিটির দাতা সদস্য কুতুবদিয়া সরকারি কলেজের প্রফেসর আবু সাদেক মোঃ সায়েম, মাদ্রাসার সহ সুপার মিজানুর রহমান, শাহ মালেকিয়া শামসুন নুর হেফজ ও এতিমখানার প্রধান শিক্ষক হাফেজ মাও: ছানা উল্লাহ, পরিবার পরিকল্পনা পরিদর্শক কায়ছার, সকল শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দগন।
উক্ত সভায় বক্তারা বলেন,”শেখ হাসিনার ৪১ সালের বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে বাস্তবায়ন করতে গেলে সবাইকে আরও সচেতন হতে হবে এবং একযোগে কাজ করতে হবে। এ সপ্ন বাস্তবে রূপ দিতে হলে পুরুষের পাশাপাশি নারীদের ভুমিকা অপরিসীম।
দেশের উন্নয়নের পাশাপাশি নিজের শরীরের উন্নতি অপরিহার্য। এছাড়া কিশোর/কিশোরীদের বয়ঃসন্ধি কালীন স্বাস্থ্য পরিচর্যা, পুষ্টিকর খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, লিঙ্গ ভিত্তিক বৈষম্য দূরীকরণ, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি, মাতৃ মৃত্যু হার ও শিশু মৃত্যুর হার আরো কমিয়ে আনার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে আরো বেশি ভূমিকা রাখার পাশাপাশি সরকারের স্থায়ীত্বশীল লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে আগামী দিনের জন্য নতুন পরিকল্পনা প্রনয়ন করেন।
No comments:
Post a Comment