লোহাগড়ায় বাঁশখালী ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জয়ী - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Tuesday, 26 December 2023

লোহাগড়ায় বাঁশখালী ক্রিকেট একাডেমি ৬ উইকেটে জয়ী

একুশে মিডিয়া, ডেস্ক:


লোহাগড়া  ক্রিকেট একাডেমি কর্তৃক আয়োজিত,বাঁশখালী  ক্রিকেট একাডেমী বনাম লোহাগাড়া ক্রিকেট একাডেমির মধ্যেকার প্রীতি ক্রিকেট ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমি উইকেটে জয়ীমঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে  লোহাগড়া ক্রিকেট একাডেমির  মাঠে খেলা অনুষ্ঠিত হয়,  এতে বাঁশখালী ক্রিকেট একাডেমি টসে জিতে লোহাগড়া  ক্রিকেট একাডেমীকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রণ জানায়

লোহাগড়া ক্রিকেট একাডেমি  প্রথমে ব্যাট করতে নেমে সাঈদ ৪৫,শুভ ৪২,নিহাল ২৬, আরমানে ১৭ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে বাঁশখালী হয়ে  বল হাতে এনাম টি নয়ন তুহিন টি করে উইকেট লাভ করে জবাবে বাঁশখালী ক্রিকেট একাডেমি ১৮২ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১৭ ওভারে উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছেফলে বাঁশখালী ক্রিকেট একাডেমি   উইকেটে জয়ীদলের হয়ে সানি ৬৫, জায়েদ ৫১,তারেক ১৯ রান করেন  লোহাগড়ার হয়ে আরমান ২টি,সাঈদ ইফতি টি করে উইকেট লাভ করে

ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সানি,তার হাতে  ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন লোহাগড়া ক্রিকেট একাডেমির পরিচালক বাবু   বাঁশখালী ক্রিকেট একাডেমি  দলের উক্ত ম্যাচের সমন্বয়কারী তুহিন প্রমূখ

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages