একুশে মিডিয়া প্রতিবেদক:
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচন উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছ।, এই নির্বাচনে ভোটারের উপস্থিতি সংখ্যা স্বাভাবিক ছিল। বাহারছড়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ২৭৬ জন, এর মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬৬৭জন এবং মহিলা ভোটার ১৪ হাজার ৬০৯ জন। এবারের উপ-নির্বাচনে ১০টি ভোট কেন্দ্রের মধ্যে ১৬ হাজার ৫৭৬ ভোট গ্রহণ হয়েছে।
এই উপ নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন, মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী, তিনি অটোরিক্সা প্রতীকে ৩৬০৪ ভোট পেয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন, দেলোয়ার আজিম, তিনি টেলিফোন প্রতীকে নিয়ে পেয়েছেন ৩৫৩২ ভোট।
অন্যান্য প্রার্থীরা পেয়েছেন, মোহাম্মদ জসীম উদ্দীন, আনারস প্রতীকে পেয়েছেন ৩১৩৮ ভোট। সাদুর রশিদ চৌধুরী, চশমা প্রতীকে পেয়েছেন ২৪৫৯ ভোট। এম বখতেয়ার উদ্দীন চৌধুরী, টেবিল ফ্যান প্রতীকে পেয়েছেন১৮৬৯ ভোট। মায়মুনুর রশিদ চৌধুরী, মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১১৯৭ ভোট। মো: নাছির উদ্দীন খান, ঢোল প্রতীকে পেয়েছেন ৬০৬ ভোট। শনিবার ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন সম্পন্ন হয়।
No comments:
Post a Comment