একুশে মিডিয়া ডেস্ক :
বাঁশখালীতে মোস্তফা আলী (৪২) নামের এক যুবদল নেতার বাম হাতের কব্জি কেটে দিয়েছে আওয়ামী লীগ নেতা ! ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৩ আগষ্ট) রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মনাজী পুকুর পাড়ে। গুরুতর আহত মোস্তফা আলীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রেফার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানাগেছে। আহত মোস্তফা আলী গন্ডামারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজী নজির আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও আহতের ভাই মো. ইসমাইল বলেন, আমার ভাই মোস্তফা আলী ও আমি যুবদল নেতা হিসেবে আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা মামলায় হাজত কেটেছি। শুক্রবার রাতে মনাজী পুকুর পাড়ের একটি চার দোকানে বসে আমরা দুইভাই চা খাচ্ছিলাম। ওই সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম ও সহ-সভাপতি নুরুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক জিয়াকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলার সময় আমার ভাই মোস্তফা আলী প্রতিবাদ করে ওঠে। ওই সময় এই দুই সন্ত্রাসীসহ আরও কয়েকজন মিলে আমার ভাইকে ওই দোকান থেকে অপহরণ করে অন্যত্র অন্ধকারে নিয়ে যায়। এক পর্যায়ে আমার ভাইকে সন্ত্রাসীরা বেধরক পেটায় এবং ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইয়ের বাম হাতের কব্জি কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার ভাই বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমদ বলেন, ঘটনার পর পর ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। এ ব্যাপারে এজাহার দেয়ার পর আইনগত পদক্ষেপ নেয়া হবে।
No comments:
Post a Comment