ঝিনাইদহে ‘দৈনিক যশোর বার্তা’র প্রতিনিধিদের সাথে সম্পাদকের মতবিনিময় - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Monday, 14 October 2024

ঝিনাইদহে ‘দৈনিক যশোর বার্তা’র প্রতিনিধিদের সাথে সম্পাদকের মতবিনিময়

রবিউল ইসলাম, ঝিনাইদহ:

যশোর থেকে প্রকাশিত   বহুল প্রচারিতদৈনিক যশোর বার্তা (ঝিনাইদহ-মাগুরা) প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। 

আজ (১৩ অক্টোবর) সকাল ১১টায় ঝিনাইদহের মডার্ন মোড়ে দৈনিক কালবেলা অফিসের সেমিনার কক্ষে ঝিনাইদহ মাগুরার জেলা-উপজেলা প্রতিনিধিদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়। 

দৈনিক যশোর বার্তার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ শাহানুর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক যশোর বার্তার সম্পাদক প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা জেলা প্রতিনিধি মোঃ নওয়াব আলী, নিজস্ব প্রতিবেদক খোন্দকার আব্দুল্লাহ বাশার (কোটচাঁদপুর), কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি রবিউল ইসলাম, মহেশপুর উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন, কোটচাদপুর পৌর প্রতিনিধি রেজাউল করিম, নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ) জীবন রহমান রিপন, মাগুরা (মহাম্মদপুর ) উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন নাজমুল।

এছাড়া আরো উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু উপজেলা প্রতিনিধি মাহামুদুর রহমান মিল্টনপ্রধান কার্যালয়ের ফটো সাংবাদিক তানভীর হোসেন, আনোয়ার হোসেন (নিজস্ব প্রতিবেদক, মাগুরা)

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঝিনাইদহের প্রতিনিধিগণ। সভা শেষে মধ্যাহ্ন ভোজের মধ্যদিয়ে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ শাহানুর আলম। 

মতবিনিময় সভায় প্রতিনিধিগণ পত্রিকার সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। 

মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে আমরা যশোর বার্তাকে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের সকলের সহযোগীতায় এই পত্রিকাকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। দৈনিক যশোর বার্তা আমরা একটি পরিবার। সকলকে তিনি আন্তরিকতার সাথে পত্রিকায় কাজ করার আহবান জানান। আগামী ১১ নভেম্বর পত্রিকাটি ২য় বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজন সফল করার লক্ষ্যে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages