একুশে মিডিয়া, ডেস্ক:
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁশখালীর খালেদ হোসেন (১৮) নামের এক যুবক চট্টগ্রাম শহরে মৃত্যুবরণ করেছে। রবিবার (১৪ অক্টোবর) বিকাল আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম শহরে তার কুলিং কর্ণার ব্যবসা প্রতিষ্ঠান এ ঘটনা ঘটে।
নিহত খালেদ হোসেন বাঁশখালী উপজেলার ৪ নং বাহারচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড পূর্ব ইলশা এলাকার রশিদ আহমদের ছেলে।
নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকাল ২টার দিকে চট্টগ্রাম শহরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবসত বিদ্যুতায়িত হয়ে পড়ে খালেদ। স্বজনরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাহারচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়া বলেন, এ ধরনের কোন সংবাদ এখনো পযন্ত পায়নি।
No comments:
Post a Comment