আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট (বাগেরহাট):
বাগেরহাটের মোল্লাহাটে বৃহস্পতিবার(চৌদ্দই নদ্ভেম্বর) রাতে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল বিড়ি তৈরির সরঞ্জাম সহ চৌচল্লিশ বস্তা তামাক জব্দ করা হয়েছে,তবে জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নাই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে সোনালী বিড়ির জাল ব্যান্ডরোল দিয়ে নকল বিড়ি তৈরি করার সংবাদ পেয়ে উপজেলার সরসপুর গ্রামে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও যৌথবাহিনী।
এসময় সরসপুর গ্রামের আমজাদ মোল্লার বাড়ি হতে বিপুল পরিমাণ তামাক ও বিড়ি তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। কিন্তু নকল বিড়ি তৈরির সাথে জড়িতদের আটক করা সম্ভব হয়নি, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যায়। এরপর জব্দকৃত মালামাল জয়ডিহি সড়কের পাশে ফাঁকা বালু মাঠে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরো জানান, মাদক দ্রব্যের উপর অভিযান সারা বছর চালু থাকে, সেই অভিযানের অংশ হিসেবে আজ উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মোল্লাহাটকে সম্পুর্ন মাদকমুক্ত করার লক্ষ্যে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
No comments:
Post a Comment