কর্ণফুলী প্রতিনিধি চট্টগ্রাম:
চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা বড়উঠান, ফকিনীর হাট এলাকায় কর্ণফুলী উপজেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করে কর্ণফুলী ফুড জোন কে জরিমানা করে।
২৫ নভেম্বর(সোমবার) বিকাল ৫.৩০ মিঃ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,সহকারি কমিশনার(ভূমি)রয়া ত্রিপুরা।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,রয়া ত্রিপুরা বলেন হোটেল রেস্তোরা নিবন্ধন লাইসেন্স ছিল না। এছাড়াও তাদের ফ্রীজে ফিরনি, বোরহানি পাওয়া গেছে যেগুলোর উৎপাদন মেয়াদ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিলনা। হোটেল ও রেস্তোরা আইন ২০১৪ এর সংশ্লিষ্ট ধারায় কর্ণফুলী ফুড জোন কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
উক্ত অভিযানে সহযোগিতা করেন কর্ণফুলী থানা পুলিশ(সিএমপি) ও আনসার সদস্য উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা এই বিষয়ে তিনি আরও বলেন নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে,জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি জানান।
No comments:
Post a Comment