একুশে ডিডিয়া, ডেস্ক:
বিআরটিসি ও লোকাল বাসের যাত্রী তোলা নিয়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করায় সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। সোমবার (২৫ নভেম্বর) রাতে ময়মনসিংহ নগরের পাটগুদাম সেতু এলাকায়ছবি: প্রথম আলো
ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ মোড় থেকে নেত্রকোনাগামী বিআরটিসি বাসে এক যাত্রীর ওঠাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারির পর শ্রমিকদের সড়ক অবরোধ চলছে। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে পাটগুদাম ব্রিজ মোড় থেকে সব রুটে কোনো বাস চলাচল করতে দেওয়া হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। সড়কের দুই পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। রাত ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।
স্থানীয় লোকজন জানান, গত ২৫ আগস্ট ময়মনসিংহ ব্রিজ মোড় থেকে নেত্রকোনা পর্যন্ত বিআরটিসি বাস সার্ভিস চালু হয়। এটি দ্রুতই জনপ্রিয় হওয়ায় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী লোকাল বাসগুলোর যাত্রী কমে গেছে। আজ বিকেল সাড়ে চারটার দিকে বিআরটিসি কাউন্টার থেকে নেত্রকোনাগামী একটি বাস ছেড়ে যাওয়ার সময় একজন যাত্রী দৌড়ে বাসে ওঠেন। এ দৃশ্য দেখে ক্ষুব্ধ লোকাল বাসের কর্মীরা বিআরটিসি বাসের হেলপার ও চালকে নামিয়ে মারধর করেন। পরে সেখানে বিআরটিসির ময়মনসিংহ কাউন্টারের মাস্টার আহাদুর রহমান ওরফে পিয়াস নিজের লোকজন নিয়ে চালক ও হেলপারকে ছাড়িয়ে নিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে নেত্রকোনা বাস টার্মিনালে বিআরটিসি কাউন্টারের কর্মীরা মহুয়া লোকাল বাসের কয়েক কর্মীকে মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ছয়টা থেকে ময়মনসিংহ নগরেরে পাটগুদাম ব্রিজ মোড় থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, বিআরটিসি বাসের লোকজনের সঙ্গে সাধারণ বাসের শ্রমিকদের ঝামেলাকে ঘিরে সন্ধ্যা ছয়টা থেকে পাটগুদাম ব্রিজ মোড় থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা মোটর মালিক সমিতির প্রশাসক (এডিএম) লুৎফুন নাহার বলেন, ‘বিআরটিসি বাসের চালক-হেলপারের সঙ্গে অন্য বাসের লোকজনের কথা–কাটাকাটি ও ধাক্কাধাক্কি ঘিরে এ অবস্থা তৈরি হয়। বিষয়টি সমাধানে আমরা চেষ্টা করছি।
No comments:
Post a Comment