চট্টগ্রাম নগরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার-৩ - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Friday, 22 November 2024

চট্টগ্রাম নগরে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেফতার-৩

একুশে মিডিয়া, ডেস্ক:

চট্টগ্রাম নগরে .৬৫ মিমি বিদেশি পিস্তল, ম্যাগাজিন রাউন্ড গুলিসহ তিনজন পেশাদার অস্ত্রকারবারিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

আজ শুক্রবার (২২ নভেম্বর) সিএমপি সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভোররাত ৩টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকা তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মিদোক মারমা (৪২), উহলাঞো মারমা (৪০) মুইচিং মারমা (২৩)

পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদ পাওয়া যায় যে, টেকবাজার এলাকার একটি ভবনে বিদেশি অস্ত্রসহ কয়েকজন পেশাদার অস্ত্রকারবারি অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন টেকবাজার পুল এলাকায় অবস্থিত শাহেদ বিল্ডিংয়ের ৪র্থ তলার ৪নং কক্ষের ভিতরে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

পরে তাদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে প্রস্তুতকৃত .৬৫ মিমি একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ধৃত আসামিরা পরস্পর জ্ঞাতসারে নিজ নিজ দখল হেফাজতে অবৈধ অস্ত্র রাখার অপরাধ করায় তাদের গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বান্দরবানসহ বিভিন্ন এলাকা থেকে নানা ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ পার্শ্ববর্তী এলাকায় বিক্রি করে থাকে।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages