কর্ণফুলীতে প্রেসক্লাবের সঙ্গে দক্ষিণ জেলা ছাত্র দলের মতবিনিময় - একুশে মিডিয়া একটি স্বাধীন, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম হিসেবে সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা

ক্লিক করুন

Breaking News

Home Top Ad

নিউজের উপরে বিজ্ঞাপন

Saturday, 9 November 2024

কর্ণফুলীতে প্রেসক্লাবের সঙ্গে দক্ষিণ জেলা ছাত্র দলের মতবিনিময়

ওসমান হোসাইন, কর্ণফুলী:

চট্টগ্রামের কর্ণফুলী প্রেসক্লাবের সঙ্গে মতবিনিময় করেছেন দক্ষিণ জেলা ছাত্রদল। শুক্রবার ( নভেম্বর) রাতে উপজেলার ফকিনীরহাট এলাকার একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর শাহেদ খাঁন রিপন, কর্ণফুলী উপজেলা ছাত্রদল নেতা গাজী মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, রিফাত আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি সানাউল্লাহ্ মির্জা। বক্তব্য রাখেন কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুর রহমান নয়ন, সাধারণ সম্পাদক আবেদ আমেরী, সহ সভাপতি মো. শফিউল আজমসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দরা।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব,কামরুদ্দিন সবুজ,সভায় ছাত্রদলের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, এবং দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  শিক্ষার্থীদের অধিকার রক্ষা, বিভিন্ন সামাজিক রাজনৈতিক ইস্যুতে ছাত্রসমাজকে সচেতন করার জন্য তাদের প্রচেষ্টা এবং ছাত্রদলের ভূমিকা নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশ তথা জনকল্যাণমুখী কাজে ছাত্রদল সোচ্চার রয়েছে। যে কোন অন্যায়-অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবে দক্ষিণ জেলা ছাত্রদল।

কামরুদ্দিন সবুজ আরও বলেন,যদি আমার ছাত্রদলের কোন নেতা কর্মী অন্যায় সঙ্গে জড়িত সংগঠনের নিয়মকানুন শৃঙ্খলা  ভঙ্গ করেছে এইরকম তথ্য  আপনাদের কাছে  আসে,আপনাদের কাছে  অনুরোধ সঙ্গে সঙ্গে  আমাকে জানাবেন আমরা সাংগঠনিক ্যবস্থা গ্রহণ করব।

এছাড়া, সাংবাদিকরা বর্তমান প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন করেন এবং ছাত্রদলের নেতারা তাৎক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানান।

No comments:

Post a Comment

নিউজের নীচে। বিজ্ঞাপনের জন্য খালী আছে

Pages